নয়াদিল্লি: ফোন নিয়ে একের পর এক তথ্য চলে এসেছে সামনে। মাত্র এক সপ্তাহের মধ্যেই টিজার সামনে এসেছে ফোনের। শোনা যাচ্ছে, শীঘ্রই বাজেট ফোন আনতে চলেছে শাওমি (Xiaomi)। সম্ভবত ফোনের নাম রেডমি ১০ প্রাইম (Redmi 10 Prime)।
কী বলছেন কোম্পানির প্রধান ? (Redmi 10 Prime Leaks)
খোদ নতুন ফোনের বিষয়ে টিজার ছেড়েছেন শাওমি ইন্ডিয়ার প্রধান মনু জৈন। তিনি জানান, শীঘ্রই ভারতে আসতে চলেছে রেডমির কোনও প্রোডাক্ট। তবে ট্যুইটে ফোনের নামের বিষয়ে কোনও খোলসা করেননি মনু। কিছুদিন আগেই এসআইজি ব্লুটুথ ভেরিফিকেশনে গিয়েছে শাওমির একটা ফোন। মনে করা হচ্ছে, এই ফোনই রেডমি ১০ প্রাইম।
রেডমি ১০ প্রাইমের সম্ভাব্য স্পেকস (Redmi 10 Prime Specifications)
কোম্পানির আগামী ফোনকে 'অল রাউন্ড সুপারস্টার' ট্যাগলাইন দিয়েছে শাওমি। বিভিন্ন টেক সাইটের লিকস থেকে মনে হচ্ছে, Redmi Note 10S-এর আদলে তৈরি হয়েছে এই স্মার্টফোন।ফোনে মিডিয়াটেকের প্রসেসর থাকার কথা নিশ্চিত হয়েছিল আগেই। তবে কোন প্রসেসর দেওয়া হচ্ছে তা এখনও জানায়নি কোম্পানি। ফোনে হাই রিফ্রেস রেট ছাড়াও বেশি শক্তির ব্যাটারি দেওয়ার কথা জানিয়েছে টেক সাইটগুলি।
মনে করা হচ্ছে, Redmi 10কেই রিব্র্যান্ড করে ফের বাজারে ছাড়বে কোম্পানি। যাতে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ছাড়াও ৯০ হার্টজের রিফ্রেস রেট থাকতে পারে।MediaTek Helio G88 থাকবে রেডমির নতুন ফোনে। যার বেস ভ্যারিয়েন্ট হতে চলেছে ৬জিবি ১২৮ জিবি স্টোরেজ সম্পন্ন।
ক্যামেরা কেমন হবে রেডমি ১০ প্রাইমের ?(Redmi 10 Prime Cameras)
নতুন ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিতে পারে কোম্পানি। সঙ্গে থাকতে পারে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। বাকি ২ মেগার ডেপথ ও ম্যাক্রো শ্যুটার দিতে পারে কোম্পানি। ভালো সেলফির জন্য দেওয়া হতে পারে ৮ মেগার ক্যামেরা। ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারি দিতে পারে শাওমি। যাতে থাকতে পারে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।