Xiaomi India Layoffs: শাওমি ইন্ডিয়া (Xiaomi India) সম্ভবত কর্মী ছাঁটাইয়ের (Layoff) পথে হাঁটতে চলেছে। সূত্রের খবর, সংস্থা চাইছে তাদের কর্মী সংখ্যা ১০০০- এর কম থাকুক। আর সেই জন্যই হয়তো কর্মী ছাঁটাই করতে পারে শাওমি ইন্ডিয়া কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে উল্লেখ্য, গত অর্থবর্ষের দুই ত্রৈমাসিক অনুসারে ভারতে শাওমির মোবাইল মার্কেট শেয়ার নিম্নগামী হয়েছে। সেই কারণে সংস্থার কার্যকলাপ পুনর্গঠনের চেষ্টাও চালাবে শাওমি ইন্ডিয়া কর্তৃপক্ষ। পরিসংখ্যান অনুসারে, গত কয়েক সপ্তাহে শাওমি ইন্ডিয়া সংস্থা থেকে জনা ৩০ কর্মী চাকরি খুইয়েছেন। আরও বেশি সংখ্যক কর্মীর হাতে রিয়েলমি ইন্ডিয়া কর্তৃপক্ষ পিঙ্ক স্লিপ ধরাবে বলে মনে করানো হচ্ছে। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের শুরুতে শাওমি ইন্ডিয়া সংস্থায় ১৪০০ থেকে ১৫০০ কর্মী ছিলেন।
শাওমি ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী সময়ে যখন যেখানে নিয়োগের প্রয়োজন থাকবে সেখানে কর্মী নিয়োগ করা হবে। আপাতত সংস্থার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির নিরিখে এবং বাজার অনুসারে শাওমি ইন্ডিয়া কর্তৃপক্ষ কর্মীদের সংখ্যা কমানোর চেষ্টায় রয়েছে। তবে এই মুহুর্তেই কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা এই। কারণ আপাতত মালিকপক্ষ সেইসব কর্মীদের বাছাই করতে ব্যস্ত রয়েছে যাঁরা কোম্পানির প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দেখাতে পারছেন না। এইসব কর্মীদের বাছাই করার পর তাদের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করা হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
Byju থেকে ফের কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা
মাস ছ'য়েক আগেই ৫ হাজার কর্মী ছাঁটাই করেছিল। এবার আরও কর্মী সংকোচনের পথে Byju। The Morning Context-সূত্রে এমনই খবর। সংস্থার ২৮০টি সেন্টারে সেলস ও মার্কেটিং থেকে দু'জন করে কর্মীকে ছাঁটাই করার কথা বলা হয়েছে মার্কেটিং ম্যানেজারদের। এমনই খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের। এছাড়া দেড়শোজন মার্কেটিং ম্যানেজারও কাজ হারাতে পারেন। এর জেরে সংস্থার সেলস ও মার্কেটিং বিশাল ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সেলসের একাধিক সিনিয়র ম্যানেজার এবং জেনারেল ম্যানেজার ফার্মের বেঙ্গালুরু সদর দফতর ছাড়তে শুরু করেছেন। তবে, রিপোর্ট অনুযায়ী, যাঁদের ছাঁটাই করা হবে, তাঁদের দুই মাসের বেতন দিয়ে দেওয়া হবে।
এর আগে অভিযোগ উঠেছিল, যুক্তি এবং ভিত্তিহীন কারণে কর্মীদের ছাঁটাই করা হয়েছে। অনেককে উপরমহল থেকে বলা হয় তাঁরা কোম্পানিকে যথেষ্ট আয় দিতে পারছে না। তাই তাঁদের ছাঁটাই করা হচ্ছে। আবার Byju থেকে ছাঁটাই হয়ে যাওয়া অনেক কর্মী বলেন কোম্পানির তরফে তাঁদের জানানো হয়েছে যে সংস্থায় আর্থিক সমস্যা চলছে। আর তাই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ভবিষ্যতের জন্য সংস্থা আর্থিক সাশ্রয় করতে চায়।
আরও পড়ুন- কিছুতেই কাটছে না আর্থিক সঙ্কট ? বাস্তুর এই সহজ উপায়ে ফিরতে পারে হাল !