Xiaomi Mix Fold 2: স্যামসাং এবং মোটোরোলার ফোল্ডেবল ফোন (Foldable Phone) নিয়ে আলোচনার মধ্যেই শাওমি সংস্থা লঞ্চ করেছে তাদের ফোল্ডেবল ফোন শাওমি মিক্স ফোল্ড ২ (Xiaomi Mix Fold 2)। চিনে এই ফোন লঞ্চ হয়েছে। কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ রয়েছে এই ফোনে। এর সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি র‍্যাম। আর রয়েছে ৬.৫৬ ইঞ্চির একটি E5 AMOLED ডিসপ্লে। এটি আউটার ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লের উপর রয়েছে ডলবি ভিশন সাপোর্ট এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেক্টর। এই ফোনে একটি ৮.০২ ইঞ্চির LTPO 2.0 ইনার ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেটও ১২০ হার্টজ।


শাওমি মিক্স ফোল্ড ২- এর দাম


আপাতত চিনে লঞ্চ হয়েছে এই ফোল্ডেবল ফোন। জানা গিয়েছে, এই ফোনের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম CNY 8,999- ভারতীয় মুদ্রায় প্রায় ১,০৬,২০০ টাকা। এই ফোনেরই ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY 9,999- ভারতীয় মুদ্রায় প্রায় ১,১৮,০০০ টাকা। আর এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ মডেলের দাম CNY 11,999- ভারতীয় মুদ্রায় প্রায় ১,৪১,৬০০ টাকা। Moon Shadow এবং and Star Gold- এই দুই রঙে লঞ্চ হয়েছে শাওমি মিক্স ফোল্ড ২ ফোন।


শাওমি মিক্স ফোল্ড ২- এর বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ এবং MIUI Fold 13- এর সাপোর্ট রয়েছে। আর রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। এটি একটি ৫জি ফোন।

  • শাওমির এই ফোল্ডেবল ফোনে রয়েছে Leica ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং একটি ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ৮কে রেজোলিউশনের ভিডিও রেকর্ডিংয়ের ফিচার রয়েছে এই রেয়ার ক্যামেরা সেনসরে। প্রাইমারি ক্যামেরা সেনসরে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার।

  • শাওমি মিক্স ফোল্ড ২ ফোনে রয়েছে একটি ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের চার্জিং সাপোর্ট। কানেক্টিভিটি ফিচার হিসেবে রয়েছে ব্লুটুথ ভি৫.২, এনএফসি, ডুয়াল ব্যান্ড ওয়াই ফাই, টাইপ- সি ইউএসবি পোর্টের সাপোর্ট। ফোনের ওজন প্রায় ২৬২ গ্রাম।


আরও পড়ুন- কী কী রঙে রিয়েলমি ৯আই ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে? দেখে নিন