বেজিং: বিশ্বকে চমকে দেওয়ার মতো প্রযুক্তি আনতে চলেছে Xiaomi। এক চমশার মধ্যেই থাকবে পুরো মোবাইলের সুবিধা। ফোন করার পাশাপাশি ছবি তুলতে পারবে Xiaomi Smart Glass। সম্প্রতি নতুন প্রযুক্তির চশমার ভিডিয়ো ছাড়ল চিনা কোম্পানি।
Xiaomi Smart Glass
সাধারণ খালি চোখে দেখলে সানগ্লাসের মতো মনে হবে এই ডিভাইস। তবে এই অজানা চশমার মধ্যেই লুকিয়ে রয়েছে একাধিক উন্নত প্রযুক্তির গোপন চাবিকাঠি। সান গ্লাসের স্ক্রিনে সেন্সর দিয়েছে শাওমি। যা রিয়েলটাইম টেক্সট ট্রান্সলেটর হিসাবে কাজ করতে পারে। ধরুন ভিন দেশে রেস্তোরাঁয় ঢুকে মেনু কার্ড দেখে অর্ডার দেবেন। কিন্তু ভাষা বুঝতে না পারায় আটকে যাচ্ছে অর্ডার। এখানে সমস্যার সমাধান করবে Xiaomi Smart Glass। নিমেষেই মেনু কার্ডকে আপনার পছন্দসই ভাষায় বদলে দেবে চশমা।
তবে এতকিছু থাকা সত্ত্বেও বেশ হাল্কা এই রোদ চশমা। সব মিলিয়ে ৫১ গ্রাম ওজন Xiaomi Smart Glass-এর। এখানেই শেষ নয়, চমশার ডান পাশে রয়েছে ফটো সেন্সর। চশমা পরা অবস্থায় এক ক্লিকেই তুলতে পারবেন ছবি। এ ছাড়াও ন্যাভিগেশনের পাশাপাশি কল করার সুবিধা রয়েছে শাওমির গ্লাসে। চোখের সামনেই চশমার স্ক্রিনে অনুবাদ হওয়া লেখা দেখতে পাবেন আপনি।
সবে এই চশমার ভিডিয়ো প্রকাশ করলেও কবে তা লঞ্চ হচ্ছে তা নিয়ে এখনও কোনও কিছু নিশ্চিত করেনি কোম্পানি। তবে মনে করা হচ্ছে, শীঘ্রই চিনের বাজারে এই চশমা নিয়ে আসতে চলেছে শাওমি। পরবর্তীকালে বিশ্ববাজারে তা লঞ্চ করবে কোম্পানি। ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে শাওমির স্মার্ট গ্লাসে। যা ছবি বা লেখা সহজেই পড়ে ফেলতে পারে। সেন্সরের মাধ্যমে সেই লেখা চশমার স্ক্রিনে দেখতে পাবেন ব্যবহারকারী।quad-core ARM processor দেওয়া হয়েছে Xiaomi Smart Glass-এ। যার মধ্যে ফোনের মতো ব্লুটুথ কানেক্টিভিটি ছাড়াও ওয়াইফাই সাপোর্ট পাওয়া যাবে। ফোনের মতোই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে এই চশমা।