YouTube Videos: কমিউনিটি গাইডলাইন (Community Guidelines) ভাঙার অভিযোগে ইউটিউবের ভারতীয় প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছে ১.৯ মিলিয়নেরও বেশি ভিডিও। চলতি বছর জানুয়ারি থেকে মার্চ, এই তিনমাসের মধ্যে বিপুল পরিমাণে ভিডিও ইউটিউবের ভারতীয় প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছে। এর আগে এত বেশি সংখ্যক ভিডিও কখনও ইউটিউব থেকে সরানো হয়নি বলেই জানা গিয়েছে। ওই একই সময়সীমার মধ্যে ইউটিউব ৬.৪৮ মিলিয়নের বেশি ভিডিও তার প্ল্যাটফর্ম থেকে সরিয়েছে কমিউনিটি গাইডলাইন ভাঙার অভিযোগে। 


ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভাঙার প্রসঙ্গে আমেরিকা, রাশিয়া এবং ব্রাজিলকে ছাপিয়ে গিয়েছে ভারত। পরিসংখ্যান অনুসারে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে ভারতে ইউটিউব থেকে সরানো হয়েছে ১.৯ মিলিয়নের বেশি ভিডিও। ওই একই সময়ে আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে ৬,৫৪,৯৬৮, রাশিয়ায় ৪,৯১,৯৩৩ এবং ব্রাজিলে ৪,৪৯,৭৫৯টি ভিডিও সরানো হয়েছে ইউটিউব থেকে। 


ইউজারদের জন্য নতুন ফিচার আনছে ইউটিউব


ইউজারদের অভিজ্ঞতা আরও ভাল করার জন্য নতুন ফিচার নিয়ে কাজকর্ম করছে ইউটিউব (YouTube) কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, এই স্ট্রিমিং মাধ্যমে চালু হতে চলেছে লাইভ লিরিক্স (Live Lyrics) ফিচার। অর্থাৎ ইউটিউবে গান শোনার সময়েই সেই গানের লিরিক্স দেখার সুবিধা পাবেন ইউজাররা। সূত্রের খবর, এর মধ্যেই নাকি এই ফিচারের রোল আউট শুরু করে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। অ্যান্ড্রয়েড এবং আইওএস দু'ক্ষেত্রেই চালু হতে চলেছে এই ফিচার। রোল আউট যখন শুরু হয়েছে অনুমান এই ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হতে খুব বেশি দেরি নেই। বর্তমানের জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং অ্যাপ 'স্পটিফাই'। পডকাস্ট এবং আরও অনেক ধরনের অনুষ্ঠান শোনা যায় এই অ্যাপের মাধ্যমে। সেখানে চালু রয়েছে এই লাইভ লিরিক্স ফিচার। গান শোনার সময়েই লিরিক্স দেখার সুবিধা পান ইউজাররা। সূত্রের খবর, এর আগে এপ্রিল মাসে ইউটিউব মিউজিকের ক্ষেত্রে এই ফিচার প্রথম দেখা গিয়েছিল। এবার ইউজারদের জন্য শুরু হয়েছে রোল আউট। তবে সমস্ত গানের ক্ষেত্রে এখনই ইউটিউবে এই ফিচার চালু হচ্ছে না। আগামী দিনে সব গানের ক্ষেত্রেই ইউজাররা লাইভ লিরিক্স ফিচারের সুবিধা পাবেন বলে অনুমান। 


ইউটিউবের মাধ্যমেও প্রতারণা


হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মেসেজ মাধ্যমে ইউটিউব লিঙ্ক পাঠিয়ে লাইক করতে বলা হচ্ছে ইউজারদের। আর ওই লিঙ্কে ক্লিক করে ঢুকতে গেলেই আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন ইউজাররা। ইতিমধ্যেই এই ধরনের বেশ কয়েকটি ঘটনার কথা সামনে এসেছে। আর তাই অজানা, অচেনা নম্বর থেকে কোনও ইউটিউব লিঙ্ক পাঠানো হলে তা ক্লিক করার ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। সময় থাকতেই সতর্ক থাকা প্রয়োজন। নাহলে আর্থিক প্রতারণার ফাঁদে পড়তে পারেন আপনি। 


আরও পড়ুন- আরও সুরক্ষিত হবে হোয়াটসঅ্যাপ কল, ট্র্যাক করা যাবে না আইপি অ্যাড্রেস, আসছে নতুন ফিচার