YouTube Video: ইউটিউব সংস্থার পক্ষ থেকে বেশ কিছু ভিডিয়োর উপরে কড়া পদক্ষেপ করা হয়েছে নীতি-নিয়ম না মানার জন্য। ইউটিউবের নীতি না মানার কারণে এই পদক্ষেপ করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর অক্টোবর মাস থেকে ডিসেম্বরের মধ্যে ইউটিউব (YouTube Video) তাদের প্ল্যাটফর্ম থেকে ২৯ লক্ষ ভিডিয়ো মুছে দিয়েছে কারণ সেগুলি কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছিল। আর এই সংখ্যাটা বিশ্বের যে কোনও দেশের তুলনায় অনেকটা বেশি।
২০২০ সাল থেকে সবথেকে বেশি ভিডিয়ো মোছে হয়েছে ভারতে
আগের ত্রৈমাসিকের তুলনায় গত বছর অক্টোবর থেকে ডিসেম্বরের ত্রৈমাসিকে ৩২ শতাংশ বেশি ভিডিয়ো মুছে দিয়েছে ইউটিউব। এখানে উল্লেখ্য যে, ২০২০ সাল থেকে শুরু করে ভারতেই সবথেকে বেশি সংখ্যক ভিডিয়ো মুছে দিয়েছে ইউটিউব। আর ভারতের পরে এই তালিকায় নাম উঠে আসে ব্রাজিলের। ইউটিউব জানিয়েছে যে তাদের অটোমেটেড কনটেন্ট মডারেশন টুল সেই সমস্ত ভিডিয়োকে (YouTube Video) সহজেই চিহ্নিত করে ফেলে যেগুলি তাদের নীতি লঙ্ঘন করেছে। কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা ভিডিয়োগুলির মধ্যে ৯৯.৭ শতাংশ ভিডিয়োকেই চিহ্নিত করে ফেলে এই বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তার টুল।
এই কারণে মুছে দেওয়া হয়েছে ভিডিয়ো
মূলত ইউটিউবের নীতি নিয়ম না মানার কারণেই তাদের প্ল্যাটফর্ম থেকে ভিডিয়ো মুছে দেয় ইউটিউব। এই ধরনের ভিডিয়োর ৮১.৭ শতাংশই মুছে দেওয়া হয়েছে কারণ সেগুলি জালিয়াতি, বিভ্রান্তিকর কাজের সঙ্গে জড়িত ছিল। এছাড়া ৬.৬ শতাংশ ভিডিয়ো (YouTube Video) এমন রয়েছে যেগুলিতে হেনস্থা করা হয়, ৫.৯ শতাংশ ভিডিয়ো মোছার কারণ শিশু নিরাপত্তা, আর ৩.৭ শতাংশ ভিডিয়োতে হিংসা ছড়ানো হচ্ছিল। এছাড়াও অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ইউটিউব প্রায় ৪৮ লক্ষ চ্যানেল মুছে দিয়েছে, মোছা হয়েছে নীতি লঙ্ঘনকারী ১৩০ কোটি কমেন্টসও।
জুয়া, বাজির ভিডিয়োতে কড়া পদক্ষেপ
ইউটিউব জানিয়েছে ১৯ মার্চ ২০২৫ থেকে এই প্ল্যাটফর্মের বর্তমান নিয়মবিধিগুলি এবার থেকে আরো কঠোর হতে চলেছে। বেশ কিছু নিয়ম বদলে যাবে, কিছু নতুন নিয়মবিধি মেনে চলতে হবে। মূলত এই নয়া নিয়মবিধি অনলাইন গ্যাম্বলিং ভিডিয়ো কনটেন্টের জন্য প্রযোজ্য হলেও সমস্ত কনটেন্টের জন্য কিছু বিধি এবার থেকে বাড়তি হিসেবে মেনে চলতে হবে ক্রিয়েটরদের।
আরও পড়ুন: Gold Buying: দুবাই থেকে সোনা কিনলে কত টাকা বাঁচবে ? জানলে অবাক হবেন; কত সোনা আনা যায় ভারতে ?