Zoom Avatars: এবার জুমেও (Zoom Call) পাওয়া যাবে 'অবতার' ফিচার। ইউজাররা কাস্টোমাইজেবল ভার্চুয়াল ক্যারেক্টার বা অবতার (Zoom Avatar) সেট করতে পারবেন নিজেদের অ্যাকাউন্টে। জুম মিটিংয়ের মধ্যেও এই অবতার ব্যবহার করতে পারবেন ইউজাররা। জুমের এই অবতার দিয়ে জুম মিটিংয়ে না থেকেও আপনি নিজের উপস্থিতি বোঝাতে পারবেন। সর্বোপরি স্ট্যাটিক ফিচার বা স্থির চিত্রের পরিবর্তে এখানে ইউজারের মুভমেন্ট এবং ফেসিয়াল এক্সপ্রেশন অ্যানিমেশনে বোঝা যাবে। সাধারণত জুম মিটিং চলাকালীন কোনও ইউজার যদি উপস্থিত না থাকেন তাহলে তিনি হয়তো স্ক্রিন অর্থাৎ ভিডিও অফ করে উঠে যান। সেখানে ব্ল্যাঙ্ক স্ক্রিন বা প্রোফাইল পিকচার দেখা যায়। এইসবের পরিবর্তে যদি ইউজারের অবতার দেখা যায় তাহলে বিষয়টা মজার হবে নিঃসন্দেহে। আপাতত বিটা টেস্টারদের ক্ষেত্রে চলছে পরীক্ষা নিরীক্ষা। আগামী দিনে জুম মিটিংয়ের অবতার ফিচারে যুক্ত হবে নতুন অনেক ফেসিয়াল স্টাইল এবং হেয়ার স্টাইল।
সাধারণত জুম- এর মাধ্যমে ইউজাররা অফিস মিটিংয়েই বেশিরভাগ সময় অংশগ্রহণ করে থাকেন। আর এই জাতীয় মিটিংয়ে আলোচনাও চলে গুরুগম্ভীর। তাই এর মাঝে ইউজাররা যদি নিজেদের অবতার যোগ করেন, তাহলে পুরো ব্যাপারটায় সামান্য হলেও মজা থাকবে। একজন ইউজার কোনও কারণে মিটিং চলাকালীন ভিডিও বন্ধ করতে বাধ্য হলে ব্ল্যাঙ্ক স্ক্রিন বা তার স্ট্যাটিক প্রোফাইল ছবির পরিবর্তে দেখা যাবে কাস্টমাইজেবল অবতার। এটা জুম মিটিংয়ে যুক্ত থাকা বাকিদের জন্যেও যথেষ্ট মজার ব্যাপার হবে বলেই মনে করছে কর্তৃপক্ষ।
হোয়াটসঅ্যাপেও হাজির অবতার
হোয়াটসঅ্যাপেও চালু হয়েছে এই অবতার ফিচার। ফেসবুক মেসেঞ্জারে আগে থেকেই ছিল এই ফিচার। বর্তমানে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ব্যবহার করা যায় এই অবতার ইউজার। হোয়াটসঅ্যাপে আবার অবতার আপনি প্রোফাইল পিকচার হিসেবেও ব্যবহার করতে পারবেন। ইউজার নিজের পছন্দ মতো স্টাইলের অবতার বেছে নিয়ে ব্যবহারের সুযোগ পাবেন। চ্যাটবক্সেও পাঠানো যাবে এইসব অবতার। এর পাশাপাশি শোনা গিয়েছে ইমোজি নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শোনা গিয়েছে, নতুন ২১টি ইমোজি লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর পাশাপাশি ৮টি ইমোজি নতুন করে ডিজাইন করে আপডেটও করেছে তারা। হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা ভার্সান যা প্লে স্টোরে উপলব্ধ সেখানে এই ইমোজি আপডেট পাওয়া যাবে।
এই অবতার আসলে কী
ইউজাররা নিজেদের পছন্দমতো অ্যানিমেশন স্টিকার বেছে নিতে পারবেন। এখানে স্ট্যাটিক ছবির পরিবর্তে অ্যানিমেশনে তৈরি মুভেবল ছবি বা অবতার লক্ষ্য করা যাবে। অ্যাপেলের মিমোজি (Memoji)-র সঙ্গে মিল রয়েছে এই অবতারের। একজন ইউজার যেভাবে নিজেদের লুক সেট করবে সেভাবেই তৈরি হবে এইসব অবতার।
আরও পড়ুন- ২৪০ ওয়াটের চার্জিং ফিচার, ব্যাটারি ফুল হতে লাগবে মাত্র কয়েক মিনিট, আসছে নয়া ফোন