JU Student Death: যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাত ৮টা পর্যন্ত সুস্থ-স্বাভাবিকই ছিল স্বপ্নদীপ। এরপর মেন হস্টেলের ঘরে ওই ছাত্রের কাউন্সেলিং হয়। সেই কাউন্সেলিংয়ে কয়েকজন পড়ুয়ার সঙ্গে হাজির ছিলেন যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরীও। এরপর হস্টেলের একদল পড়ুয়া, সঙ্গে সৌরভ-সহ প্রাক্তনীরা। স্বপ্নদীপকে নিয়ে অশালীন মন্তব্য করে বলে অভিযোগ। স্বপ্নদীপের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করে অভব্য আচরণ করা হয় বলেও অভিযোগ, খবর পুলিশ সূত্রে। রাত যত বাড়ে, ততই বাড়ে অত্যাচারের মাত্রা, খবর সূত্রের। অসহায় স্বপ্নদীপ, কয়েকজন পড়ুয়ার সামনেই তিনতলার বারান্দা থেকে নীচে পড়ে যান। পুলিশের দাবি, জেরায় সৌরভ-সহ কয়েকজন পড়ুয়া তথ্য গোপনের চেষ্টা করছেন। আজও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্বপ্নদীপের ৩ জন রুমমেট এবং ভিনরাজ্যের এক পড়ুয়ার কথায় অসঙ্গতি, দাবি পুলিশের।