৭ টায় বাংলা (Seg 1): শুল্ক হ্রাসের ফলে দাম কমছে জামা-কাপড়, চামড়াজাত দ্রব্য,কৃষি উপকরণে। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফেব্রুয়ারিতে পাঁচ রাজ্যের ভোট। তা আগে আজ সংসদে বাজেট ২০২২ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে এবারের বাজেটেও কোনও সুখবর নেই মধ্যবিত্ত চাকরিজীবীর জন্য। অপরিবর্তিত থাকছে ব্যক্তিগত করকাঠামো। মধ্যবিত্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছে কংগ্রেস। তবে চলতি আর্থিক বছরে আরবিআই-এর হাত ধরে দেশ পাচ্ছে নিজস্ব সরকারি ডিজিটাল কারেন্সি। ডিজটাল লেনদেন থেকে আয়ে লাগবে ৩০ শতাংশ কর। ৬০ লক্ষ নতুন চাকরি, আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি তৈরি এবং প্রতি ঘরে নলবাহিত জল পৌঁছতে বরাদ্দ ৬০ হাজার কোটি টাকার প্রতিশ্রুতি রয়েছে এই বাজেটে। শুল্ক হ্রাসের ফলে দাম কমছে জামা-কাপড়, চামড়াজাত দ্রব্য,কৃষি উপকরণ হিরের অলঙ্কারের। সস্তা হচ্ছে মোবাইল ফোন ও চার্জার।
'সাধারণ মানুষের জন্য এই বাজেট একটা শূন্য মাত্র। বেকারত্ব এবং মুদ্রাস্ফীতিতে এমনিতেই জর্জরিত সাধারণ মানুষ। এই বাজেটে শুধু বড় বড় কথা বলা হয়েছে। কোনওকিছুই কেন্দ্রের এই বাজেটে গুরুত্ব পায়নি।পেগাসাস-স্পিন বাজেট', ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
‘পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সরানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি। রাজ্যের শাসনে অসুবিধা হচ্ছে। বাজেট শেষের পর কুশল বিনিময় করছিলেন নরেন্দ্র মোদি। সেই সময় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি। রাজ্যপালকে সরাব, তুমি আগে রিটায়ার কর, বললেন মোদি’, দাবি সৌগত রায়ের।
এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন,'এরা আহম্মক। কোথায় কী কথা বলতে হয় জানেন না। যারা দুর্বল তারা এই কথা বলেন। প্রধানমন্ত্রীও ভালো উত্তর দিয়েছেন। লজ্জা করা উচিত।'
অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুমিত রায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ। কয়লাপাচারকাণ্ডে ৬ ঘণ্টা ধরে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ। কয়লাপাচারকাণ্ডের তদন্তে সুমিতের নাম উঠে আসার দাবি। ‘কয়লাপাচারের লেনদেনে ভূমিকা ছিল সুমিত রায়ের। হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের কাছে হাজিরা দেন অভিষেক ঘনিষ্ঠ।
কাল সর্বদল বৈঠকের ডাক রাজ্য নির্বাচন কমিশনের। ২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভার ভোট। ২৭ ফেব্রুয়ারির পুরভোট নিয়ে সর্বদল বৈঠকের ডাক কমিশনের।
আজ থেকে তারাপীঠ মন্দিরে ভক্তদের প্রবেশে শিথিল করা হল নিয়ম। তবে মানতে হবে কোভিডবিধি। একই নিয়ম কার্যকর করা হয়েছে কঙ্কালীতলা মন্দিরেও। এবার থেকে প্রতি শনি ও রবিবার বসবে সোনাঝুরি খোয়াই হাট।
আজ থেকে পূণ্যার্থীদের জন্য খুলে গেল পুরীর মন্দির। করোনা টিকার সার্টিফিকেট অথবা কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে মন্দিরে ঢুকতে পারবেন ভক্তরা। আপাতত রবিবার বন্ধ থাকবে পুরীর মন্দির।