Bangladesh News: দিনহাটার চৌধুরীহাট ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার পাকিস্তানে তৈরি মর্টার শেল | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দিনহাটার চৌধুরীহাট ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার পাকিস্তানে তৈরি মর্টার শেল। গতকাল এক কৃষক তার জমিতে খোঁড়ার সময় শেলটি লক্ষ্য করেন। পুলিশকে খবর দেওয়া হয়, খবর যায় সীমান্তরক্ষী বাহিনীর কাছে। মর্টারটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বম্ব স্কোয়াড। কোথা থেকে এল পাকিস্তানি মর্টার, তদন্তে সেনা।
আরও খবর...
তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর খাতায়কলমে এখনও বিজেপির সদস্য? ৫ বছর আগে বিজেপি ছাড়ার পর, এখনও বিজেপির চিঠি পান, দাবি হুমায়ুনের। 'প্রধানমন্ত্রীর কর্মসূচির চিঠিও আসে নিয়মিত', বিজেপির কর্মসূচি সম্পর্কেও জানানো হয়, দাবি তৃণমূল বিধায়ক হুমায়ুনের। ২০১৮-য় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন হুমায়ুন। ২০১৯-এর নভেম্বরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন মুর্শিদাবাদের হুমায়ুন। কংগ্রেস থেকে তৃণমূল ছেড়ে বিজেপি হয়ে ফের তৃণমূলে ফেরেন হুমায়ুন।
নন্দীগ্রামে তৃণমূলকর্মী খুন, CBI চায় বিজেপি। সমবায় ভোটের সময় অশান্তি, ফল বেরোতেই তৃণমূলকর্মী খুন। তৃণমূলকর্মী খুনে জোড়া FIR, CBI চেয়ে হাইকোর্টে বিজেপি। এক ঘটনায় কী করে ২টি FIR? প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা, FIR চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা-সহ ২৬জন। প্রথমে ৪জন, পরে রাজনৈতিক প্রতিহিংসায় আরও ২৬জনকে যুক্ত করার অভিযোগ।