7 টায় বাংলা (Seg 2): রাজ্যে দৈনিক পজিটিভিটি রেট কমে ১১ শতাংশ। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে টানা ৮দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যু, বাড়ল দৈনিক সংক্রমণ। রাজ্যে একদিনে ৯ হাজার ১৯১জন করোনা আক্রান্ত। রাজ্যে একদিনে করোনায় ৩৭জনের মৃত্যু। দৈনিক মৃত্যুতে শীর্ষে কলকাতা, হাওড়া। কলকাতা, হাওড়ায় একদিনে করোনায় ১৪জনের মৃত্যু। উঃ ২৪ পরগনায় একদিনে ৬জনের মৃত্যু, ১ হাজার ৩৬০জন সংক্রমিত। দঃ ২৪ পরগনায় একদিনে ৩জনের মৃত্যু, ৭৩১জন সংক্রমিত। হুগলিতে একদিনে করোনায় ৪জনের মৃত্যু, ৩৩৩জন আক্রান্ত। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৪৮৯জন আক্রান্ত। রাজ্যে একদিনে ৮২ হাজারের বেশি করোনা পরীক্ষা। রাজ্যে দৈনিক পজিটিভিটি রেট কমে ১১ শতাংশ।
করোনা আক্রান্ত হলে তিনমাস পর নিতে হবে বুস্টার অথবা প্রিকশন ডোজ। ফের একবার তা মনে করাতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবদের চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। চিঠিতে উল্লেখ, করোনা আক্রান্তদের ক্ষেত্রে বুস্টার ডোজ নিতে হবে তিনমাসের ব্যবধানে।
গোয়ায় ভোটের প্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক। গোয়ায় ভোটের প্রচারে তৃণমূলের ৩০ তারকা। মমতা-অভিষেক ছাড়াও তালিকায় জহর সরকার। ৩০জন প্রচারকের তালিকায় যশবন্ত সিন্হা, ডেরেক। তৃণমূলের প্রচার তালিকায় লিয়েন্ডার, অ্যালভিটো, নাফিসা আলি। নির্বাচন কমিশনের কাছে প্রচারকদের তালিকা দিল তৃণমূল কংগ্রেস।
আমলা-সংঘাতের মধ্যে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। সারা দেশের জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স মোদির। গড়হাজির বাংলার জেলাশাসকরা। খবর নবান্ন সূত্রের। ‘পারস্পরিক সহযোগিতা, শিক্ষার মাধ্যমেই সুশাসন সম্ভব’, জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বার্তা প্রধানমন্ত্রীর।
ফের বেলাইন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ইঞ্জিন। ময়নাগুড়ির দুর্ঘটনাগ্রস্ত ইঞ্জিন বেলাইন। শিলিগুড়িতে নিয়ে আসার সময়ে লাইনচ্য়ুত। কীভাবে বেলাইন ইঞ্জিন, তা নিয়ে ধোঁয়াশা।
কাল ২৩ জানুয়ারি। নেতাজি-জন্মজয়ন্তী। সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে প্রদর্শনীমূলক একটি ট্রামের উদ্বোধন করল রাজ্য সরকার। আগামীকাল থেকে ২৬ তারিখ পর্যন্ত শ্যামবাজার ডিপোয় থাকবে ট্রামটি। এবং ২৭ থেকে ৩১ তারিখ পর্যন্ত ধর্মতলা ডিপোয় রাখা থাকবে এই প্রদর্শনীমূলক ট্রাম।
বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে ফাঁড়িতে শুভেন্দু অধিকারী। দোষীদের গ্রেফতারের দাবিতে গয়েশপুর ফাঁড়িতে বিরোধী দলনেতা। নদিয়ার গয়েশপুরে বিজেপি কর্মীদের গাড়ি ঘিরে বিক্ষোভ। পার্টি অফিসে বৈঠকের আগে বিক্ষোভ। বিজেপি নেতার গাড়িতে হামলা। প্রতিবাদে গয়েশপুরে শুভেন্দু।
পুরভোট কবে হবে, তা এখনও ঠিক না হলেও পুরুলিয়া ও বাঁকুড়ায় চূড়ান্ত ভোটের প্রস্তুতি। দেওয়াল দখল থেকে বাড়ি বাড়ি জনসংযোগ শুরু করেছে তৃণমূল ও বিজেপি। তুঙ্গে রাজনৈতিক চাপানউতর।