Chok Bhanga Chota: ৩ দিন পার, কোথায় তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর? | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: ৩ দিন পার, কোথায় তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর? আলিপুরদুয়ারের চিলাপাতায় রিসর্টে তল্লাশি বাগুইআটি থানার পুলিশের। এখনও আতঙ্কে আক্রান্ত প্রোমোটার। কোথায় 'তোলাবাজ' কাউন্সিলর?
আরও খবর..
লাইসেন্স বাতিল হতেই নাম বদলে কীভাবে নতুন লাইসেন্স পাচ্ছে নার্সিংহোম? ভরা সভায় প্রশ্ন তুলে এবার বর্ধমানের CMOH-কে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও রোগী ফিরিয়ে বাতিল হয়েছে লাইসেন্স। নাম পাল্টে সেই নার্সিংহোমই কী ভাবে নতুন লাইসেন্স পাচ্ছে? এর জন্য আপনাকেই দায় নিতে হবে CMOH সাহেব। এটা করবেন না, তাহলে কিন্তু ঘেরাও করব। নার্সিংহোম সংগঠনের একটি অনুষ্ঠানে সরাসরি CMOH-কে হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক খোকন দাসের। বিধায়কের অভিযোগ খতিয়ে দেখা হবে, মন্তব্য CMOH-এর।
এবার থেকে তারাপীঠের মন্দিরে মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না। জারি করা হল নতুন নির্দেশিকা। মায়ের দর্শনের জন্য চালু করা হচ্ছে একাধিক কড়া নিয়ম। পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই পদক্ষেপ বলে দাবি করেছে মন্দির কর্তৃপক্ষ।