Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
৭ টায় বাংলা (Seg 2): পেগাসাস বিতর্কে চড়ছে রাজনৈতিক পারদ। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘পেগাসাস নিয়ে সংসদে আলোচনার কোনও সম্ভাবনা নেই’। বিরোধীদের দাবি খারিজ করে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। ‘বিচারাধীন বিষয়, তাই আলাদা করে আলোচনার সম্ভাবনা নেই’। ‘পেগাসাস নিয়ে যা বলার জানিয়ে দিয়েছেন তথ্য-প্রযুক্তি মন্ত্রী’। তথ্য-প্রযুক্তিমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস আনার আবেদনকেও গুরুত্ব দিচ্ছে না কেন্দ্র। ‘বিরোধীরা যা খুশি করতে পারে, সিদ্ধান্ত নেবেন তো অধ্যক্ষ’, পেগাসাস নিয়ে বিরোধীদের আক্রমণের জবাব সংসদীয় মন্ত্রীর।
পেগাসাস (Spyware Pegasus)-চুক্তি নিয়ে সরকারের অস্বস্তি বাড়ালেন সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)। ‘ইজরায়েলের সঙ্গে ২০০ কোটি ডলারের চুক্তিতে পেগাসাস। অস্ত্র চুক্তির অংশ হিসেবে পেগাসাস কিনেছিল ভারত সরকার। নিউইয়র্ক টাইমসর এমন দাবি, তাও কিছুই কি জানতেন না প্রতিরক্ষামন্ত্রী?’ পেগাসাস-চুক্তি বিতর্কে কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে বিজেপি (BJP) সাংসদের খোঁচা।
বিরোধী দল প্রচারে গেলে তাদের জুতো পেটা করার নির্দেশ দিয়ে বিতর্কে জড়ালেন ঘাটালের তৃণমূল নেতা। ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক তরজা। শনিবার খড়গপুর ২ নম্বর ব্লকের বলরামপুরে কর্মিসভায় তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মুখোপাধ্যায় মন্তব্য করেন, বিরোধীরা পঞ্চায়েত ভোটের প্রচারে এলে তাদের জুতো মারুন। ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
সঙ্কটজনক হলেও স্থিতিশীল সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। অবস্থার কোনও অবনতি হয়নি। ওষুধ দিয়েই শারীরিক অবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা। আরও ২৪ ঘণ্টা চিকিৎসকদের নজরে থাকবেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।
আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) সংঘর্ষ, রিপোর্ট তলব হাইকোর্টের। চিড়িয়াখানার অধিকর্তা, পুলিশের রিপোর্ট তলব হাইকোর্টের। পরশু সকাল ১১টার মধ্যে রিপোর্ট চাইল হাইকোর্ট। কালকের মধ্যে চিড়িয়াখানা ঘুরে রিপোর্ট দিতে অধিকর্তাকে নির্দেশ। কারা চিড়িয়াখানার কর্মী, কারা বহিরাগত, চিহ্নিত করার নির্দেশ। ইউনিয়ন দখলের অভিযোগে বিজেপি (BJP) নেতার করা মামলায় নির্দেশ। ২৪ জানুয়ারি ইউনিয়নের দখল নিয়ে তৃণমূল-আরএসএস (RSS) সংঘর্ষ। চিড়িয়াখানা চত্বর, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ।