Budge Budge News: বজবজ থানা চত্বর থেকে পালিয়ে গেল বন্দি। ABP Ananda live
ABP Ananda live: বজবজ থানা চত্বর থেকে পালিয়ে গেল বন্দি। আলিপুর কোর্ট থেকে এনে থানায় ঢোকানোর সময় চম্পট। কনস্টেবলকে ধাক্কা মেরে পালিয়ে গেল বন্দি। পলাতক অমিত রাজভরকে গন্ডগোল ও মারধরের ঘটনায় গ্রেফতার করেছিল পুলিশ। আজ কোর্ট থেকে হেফাজতে পেয়ে থানায় ঢোকানোর সময় চম্পট বন্দির।
ছয়ে ছয়। নৈহাটি, হাড়োয়া, সিতাই, মেদিনীপুর, তালডাংরায় জয়ী তৃণমূল। মাদারিহাটও তৃণমূলের কাছে হারাল বিজেপি। অহঙ্কারেই পরাজয়, বিস্ফোরক বার্লা। বিধানসভা উপনির্বাচনে ৬ আসনেই জয়ী তৃণমূল। জমিদার নই, আমরা মানুষের পাহারাদার। অভিবাদন জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। গণতান্ত্রিক পথে বাংলায় বিরোধীরা নির্মূল। প্রথমবার সেবার সুযোগ দেওয়ার জন্য মাদারিহাটের মানুষকে ধন্যবাদ, সোশাল মিডিয়ায় পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আরও একটা ভোটে বঙ্গ বিজেপি ধরাশায়ী। উপনির্বাচনে এমনই হয়, ছাব্বিশের হুঙ্কার দিয়ে সাফাই সুকান্তর। হাতে এক বছর, আন্দোলনমুখী সংগঠন চান শুভেন্দু। হাড়োয়া থেকে সিতাই--তৃণমূলের কাছে বিজেপিরও জামানত জব্দ। ৬ কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত বাম-কংগ্রেসের। মানুষ এদের বিশ্বাসই করে না, কটাক্ষ ফিরহাদের। মহারাষ্ট্রে ফের বিজেপি জোটের কাছে কার্যত ধুয়েমুছে সাফ বিরোধীরা। ইন্ডিয়া জোটের মুখরক্ষা ঝাড়খণ্ডে। জেল ফেরত হেমন্তেই আস্থা ভোটারদের।