৭ টায় বাংলা (Seg 2): বৃহস্পতিবার থেকে রাজ্যে ফের খুলছে স্কুল, শুরুর আধঘণ্টা আগে আসতে হবে স্কুলে। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার থেকে রাজ্যে ফের খুলছে স্কুল। সোম থেকে শনিবার পর্যন্ত, সপ্তাহে ৬দিন ক্লাস। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলছে স্কুল। স্কুল শুরুর আধঘণ্টা আগে আসতে হবে স্কুলে। শিক্ষক-শিক্ষাকর্মীদের কাল থেকেই আসতে হবে স্কুলে। স্কুল চলাকালীন ছাত্র-ছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মীদের মাস্ক বাধ্যতামূলক। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল পর্ষদ ও উচ্চশিক্ষা সংসদ। আজ থেকেই স্কুলে স্কুলে শুরু হয়ে গেল স্যানিটাইজেশন।
৭ ফেব্রুয়ারি থেকে প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শুরু হচ্ছে পাড়ায় শিক্ষালয়। জায়গা খুঁজে প্রস্তুতি খতিয়ে দেখলেন কাউন্সিলররা। ১৩ নম্বর ওয়ার্ডের ক্যানাল ইস্ট রোডে তৈরি হচ্ছে মুক্তমঞ্চ। পাটুলির মাঠেও বসবে স্কুল।
গুড়াপের কাছে দুর্ঘটনায় কারিগরি শিক্ষামন্ত্রী হুমায়ুন কবীরের গাড়ি। মন্ত্রী না থাকলেও, গাড়িতে ছিলেন হুমায়ুন কবীরের স্ত্রী। আহত মন্ত্রীর স্ত্রী, গাড়ির চালক, নিরাপত্তা রক্ষী। ২ নম্বর জাতীয় গুড়াপের কাছে হঠাৎ গাড়িতে ধাক্কা মারে একটি লরি। ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে ধাক্কা মারে মন্ত্রীর গাড়ি। গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও, বড় দুর্ঘটনা থেকে রক্ষা, সামান্য আহত ৩জন।
সিঙ্গুরের গোপালনগরে ভেড়ির কাজ বন্ধ করল ভূমি রাজস্ব দফতর। প্রয়োজনীয় অনুমতি থাকলে ফের কাজ, জানাল ভূমি রাজস্ব দফতর। ভেড়ি মালিকদের প্রয়োজনীয় নথি নিয়ে যোগাযোগের নির্দেশ।
ভোট পরবর্তী সন্ত্রাসের (Post Poll Violence) মামলায় অনুব্রতকে (Anubrata Mondal) ফের তলব। বীরভূমের একটি খুনের মামলায় অনুব্রতকে সিবিআই তলব। গত সপ্তাহেও তলব, না যাওয়ায় ফের অনুব্রতকে তলব। শরীর খারাপের কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন অনুব্রত। সময় না দিয়ে ফের নোটিস। ৩ ফেব্রুয়ারি বীরভূমেরই ইলামবাজারের সিবিআই ক্যাম্পে অনুব্রতকে হাজিরার নির্দেশ।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুমিত রায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ। কয়লাপাচারকাণ্ডে ৬ ঘণ্টা ধরে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ। কয়লাপাচারকাণ্ডের তদন্তে সুমিতের নাম উঠে আসার দাবি। ‘কয়লাপাচারের লেনদেনে ভূমিকা ছিল সুমিত রায়ের। হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের কাছে হাজিরা দেন অভিষেক ঘনিষ্ঠ।
কাল নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। নির্বাচন প্রক্রিয়া দেখতে বিজেপি বাদে সব বিরোধীকে আমন্ত্রণ। কাল নেতাজি ইন্ডোরে তৃণমূলের চেয়ারপার্সন নির্বাচন।
রাজ্যে টানা ১৮দিন তিরিশের উপরেই মৃত্যু! রাজ্যে একদিনে ৩৩জনের মৃত্যু, ২ হাজার ১৪জন সংক্রমিত। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উঃ ২৪ পরগনা। উঃ ২৪ পরগনায় একদিনে ৯জনের মৃত্যু, ২৩৪জন সংক্রমিত। কলকাতায় একদিনে ২৬৫জন করোনা আক্রান্ত, ৬জনের মৃত্যু। হাওড়ায় একদিনে ৪জনের মৃত্যু, দঃ ২৪ পরগনায় ৩জনের মৃত্যু। দার্জিলিঙে একদিনে ২জনের মৃত্যু, ৮৬জন করোনা আক্রান্ত।
ঠিকাদার সংস্থার টাকা লুঠ করে, নজর ঘোরাতে নোট ছড়িয়েও রক্ষা হল না। ৫০ কিমি তাড়া করে ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা ঘিরে তোলপাড় পশ্চিম বর্ধমানের অন্ডালে। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে ঠিকাদার সংস্থার এক কর্মীকেও।