৭টায় বাংলা (Seg 2): যোধপুর পার্কে ‘তোলাবাজি’, বিতর্কে বন্ধ হয়ে গেল উৎসব, গ্রেফতার মূল অভিযুক্ত সহ ৫। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযোধপুর পার্কে ‘তোলাবাজি’, বিতর্কে বন্ধ হয়ে গেল উৎসব। গ্রেফতার তোলাবাজিতে মূল অভিযুক্ত সহ ৫। অভিযুক্ত তৃণমূল নেতা বিজয় দত্ত গ্রেফতার। ১৯-২৩ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল যোধপুর পার্ক উৎসবের।‘যোধপুর পার্ক উৎসবে’র নাম করে তোলাবাজির অভিযোগ ওঠে।
বিজয় দত্ত তৃণমূলের সিনিয়র লিডার’। ‘কিন্তু তিনি আমার অনুগামী নন। আমি নতুন কাউন্সিলর হয়েছি। দলে আমার কোনও অনুগামী নেই। টাকা তোলার কোনও ঘটনা আমি সমর্থন করি না। তোলাবাজির অভিযোগকাণ্ডে ফেসবুকে কমেন্ট কাউন্সিলর মৌসুমী দাসের। কলকাতা পুরসভার ৯৩ ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস।
বিজেপি ছেড়ে এবার তৃণমূলের মঞ্চে জয় বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়ায় তৃণমূলের কর্মিসভায় ভাষণ দিলেন জয়। নভেম্বরে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বিজেপি ছাড়েন জয় বন্দ্যোপাধ্যায়। ইচ্ছাপ্রকাশ করলেও এখনও তৃণমূলে যোগদান করতে পারেননি প্রাক্তন বিজেপি নেতা। তোপ দাগেন কৈলাস বিজয়বর্গীয় সহ বিজেপির রাজ্য নেতৃত্বকে। ব্যক্তিগত স্বার্থে দল ছেড়েছেন, পাল্টা তোপ বিজেপির।
ফের নবান্নে আদানি গোষ্ঠীর প্রতিনিধি, মুখ্যসচিবের সঙ্গে বৈঠক। তাজপুর বন্দর নিয়ে মুখ্যসচিব-আদানি গোষ্ঠীর আলোচনা: সূত্র। বিকেল ৫টায় নবান্নে আসেন আদানি গোষ্ঠীর ১ প্রতিনিধি।
স্কুল খোলার পরেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ২৩ ফেব্রুয়ারি পর্ষদ থেকে অ্যাডমিট কার্ড নেবে স্কুল। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ মার্চ।
বিদায় বল-শিল্পী। সুরজিৎ সেনগুপ্তর প্রয়াণে ঘরের ছেলেকে হারাল ইস্টবেঙ্গল। তিন প্রধানের হয়েই অসাধারণ পারফরমেন্স। কিন্তু, স্কিলের বিচ্ছুরণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন লাল হলুদেই।