৭টায় বাংলা (Seg 2): ভুয়ো ওয়েবসাইট খুলে বিধাননগর পুরসভার টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআমতায় ছাত্রের রহস্যমৃত্যু, প্রতিবাদ মিছিল ঘিরে রণক্ষেত্র পার্ক সার্কাস। মিছিল আটকানোয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রাস্তা আটকে বিক্ষোভ। এরপর মানব বন্ধন করে পার্ক সার্কাস অবরুদ্ধ করে দেয় বিক্ষোভকারিরা। অবরুদ্ধ হয়ে যায় পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট। ১০ মিনিট সেভেন পয়েন্ট অবরুদ্ধ থাকার পর খুলে দেওয়া হয় সেভেন পয়েন্ট।
লাউঞ্জ বারের আড়ালে গভীর রাত পর্যন্ত চলছিল হুক্কা বার। গোপন সূত্রে এই খবর পেয়ে সার্ভে পার্ক থানা এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে এক মালিক সহ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। কারা আসত ওই হুক্কা বারে, তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
ভুয়ো ওয়েবসাইট খুলে বিধাননগর পুরসভার টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। দমদম থেকে চক্রের অন্যতম পান্ডা চন্দ্রিম বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আরও এক অভিযুক্তর খোঁজ চলছে।