Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
৭টায় বাংলা (২): কলকাতায় সারাদিন J P Nadda-র একাধিক কর্মসূচি, উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষের ইস্তফা, সঙ্গে অন্য খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Dec 2020 09:05 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কলকাতায় J P Nadda। সারাদিনে আজ তাঁর একাধিক কর্মসূচি ছিল। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে তিনি ICCR-এ পৌঁছান। দুপুরে ভবানীপুরে BJP-র গৃহ সম্পর্ক অভিযানে গিয়ে 'আর নয় অন্যায়' কর্মসূচির লিফলেটও বিলি করেন BJP সভাপতি। 'বাইরে থেকে লোক এনে ভোটে জেতার চেষ্টা করছে BJP। বনগাঁর সভা থেকে ফের আক্রমণ Mamata Banerjee-র। 'BJP-র শুরুই বাংলা থেকে।' কলকাতায় এসে শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান উল্লেখ করে মন্তব্য J P Nadda-র। উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষের ইস্তফা। জেলা শাসকের কাছে খাদ্য সরবরাহ কর্মাধ্যক্ষের ইস্তফা। এখনও তিনি কারণ স্পষ্ট করেননি। বিশেষ কারণে পদত্যাগ, দাবি Trinamool Congress নেতা রতন দে-র। কর্মাধ্যক্ষের ইস্তফা নিয়ে প্রতিক্রিয়া মেলেনি Trinamool Congress-এর। বনগাঁয় Mamata Banerjee-র সভায় ছিলেন না পদত্যাগী কর্মাধ্যক্ষ। রতন দে-র পদত্যাগপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক চাপান উতোর। খাদ্যমন্ত্রী তথা জেলা সভাপতি Jyotipriyo Mullick এই ব্যাপারে কোনও মন্তব্য করেননি। উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপাল নগরে Mamata Banerjee-র জনসভার আগে Rajib Banerjee-র পোস্টার ঘিরে জল্পনা ছড়াল। পোস্টার পড়ল ঠাকুরনগর, গাইঘাটার একাধিক জায়গায়। BJP এসব করেছে। অভিযোগ Trinamool Congress-এর। গোষ্ঠীদ্বন্দ্বের ফল। পাল্টা BJP। সঙ্গে দেখুন অন্য খবর।