Abhishek Banerjee: অভিষেকের অফিসে আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ, ধৃত ৩

ABP Ananda Live: অভিষেকের অফিসে আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ, ধৃত ৩। MLA হস্টেলের বুকিং রেজস্টার বাজেয়াপ্ত করল পুলিশ। MLA হস্টেলের সুপারের কাছে আরও তথ্য তলব। 'শেখ ইমরানের নামে রুম বুক হয়েছিল বিজেপি বিধায়ক নিখলরঞ্জন দে-র  চিঠির ভিত্তিতে। শেখ ইমরানের নামে রুম বুক হলেও মোবাইল নম্বরটি ধৃত জুনেদুলের'। 

 

শেষ দিন পর্যন্ত ভারতের গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বিশ্বাস ছিল অটুট। তাই আস্থা ছিল ইতিহাস নিশ্চয়ই সদয় হবে তাঁর উপর। কিন্তু সেই ইতিহাসের সাক্ষী হতে পারলেন না দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বৃহস্পতিবার সন্ধেয় আচমকাই স্বাস্থ্যের অবনতি ঘটে। তড়িঘড়ি দিল্লির AIIMS-এ ভর্তি করা হয় তাঁকে। কিন্তু যখন হাসপাতালে আনা হয়, তখনই শ্বাসকষ্ট গুরুতর সমস্যা হয়ে উঠেছিল বলে জানা যায়। তড়িঘড়ি ICU-তে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হল না। চলে গেলেন মনমোহন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola