7 Tay Bangla: তৃণমূলে যোগদানের পরদিনই অর্জুনকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরদিনই অর্জুন সিংহকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূলের। দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার বৈঠক। বৈঠকে সৌগত রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, তাপস রায়, মদন মিত্র। রয়েছেন উত্তর ২৪ পরগনার পুরসভাগুলির চেয়ারম্যান ও কাউন্সিলরর।
ব্যারাকপুরের দায়িত্বে শুভেন্দু অধিকারী। ২৫ মে ব্যারাকপুরে বৈঠক করবেন শুভেন্দু:সূত্র। জেলা স্তরে বিজেপির ভাঙন আটকাতেই শুভেন্দুকে ব্যারাকপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ তৃণমূলের যোগ দেওয়ার পরদিনই বৈঠক। ব্যারাকপুরের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপদ্ধতি কি হবে তা ঠিক করতে ডাকা হয় এই মিটিং। বৈঠকে উপস্থিত অমিত মালব্য, সুকান্ত ও শুভেন্দু অধিকারী। দিল্লি থেকে ভার্চুয়ালে যোগ দিলীপ ঘোষের।
‘আসন্ন পঞ্চায়েত ভোটে হিংসার প্রয়োজন নেই। বাংলায় বিজেপির এই সংগঠন নিয়ে ভোটে জিততে পারবে না। রাজ্যে বিজেপির সংগঠন গড়ে তুলতে আরও ৪০ বছর প্রয়োজন। এসি ঘরে বসে ফেসবুকে সংগঠন করা যায় না’, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে মন্তব্য অর্জুন সিংহর।