Fake Passport: পাসপোর্ট জালিয়াতি মামলায় দত্তপুকুর থেকে গ্রেফতার ১। ABP Ananda Live

Bangladesh Update: পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার আরও ১। দত্তপুকুরের বাড়ি থেকে ভোরে পাকড়াও মোক্তার আলম। উদ্ধার একাধিক ব্যক্তির প্যান কার্ড, এটিএম কার্ড। আগেও পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার করা হয় মোক্তারকে। গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ। 

৩ বছর আগেই ভোটার তালিকায় নাম ওঠে ধৃত জঙ্গি মহম্মদ শাদ রাডি ওরফে সাব শেখের । ২০২১ সালের জানুয়ারি মাসে নওদার দুর্লভপুরের বুথে মহম্মদ সাব সেখের প্রথম ভোটার তালিকায় নাম ওঠে । কীভাবে, কোন নথি জমা করা হয়েছিল, নওদা বিডিওর কাছে রিপোর্ট তলব জেলা প্রশাসনের । ২০২৩ সালের জুনে মাসে নওদার থেকে হরিহরপাড়ায় ভোটারলিস্টে নাম স্থানান্তরের জন্য আবেদন । অগাস্ট মাসে হরিহরপাড়ার ভোটার হিসাবে তালিকাভুক্ত হয় জঙ্গি সাব শেখের নাম । ২ জায়গায় ভোটার তালিকায় নাম থাকার প্রথম নথি সামনে আসে এবিপি আনন্দে । দুটি ভোটার কার্ডের পাশাপাশি আধার কার্ড ও পাসপোর্টও বানিয়েছিল সাব শেখ । নওদার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু জেলা নির্বাচন দফতরের । বাংলাদেশের রাজশাহির বাসিন্দা শাব শেখ জঙ্গি গোষ্ঠী আনসারুল্লা বাংলা টিমের সদস্য।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola