7 Tay Bangla (Seg 1): হাঁসখালিকাণ্ডে রাজভবনের সামনে বিজেপি কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ। Bangla News
abp ananda | 12 Apr 2022 08:51 PM (IST)
হাঁসখালিকাণ্ডে ট্যুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar)। ‘আর ট্যুইট দেখতে চাইছে না বাংলার মানুষ, চাইছে কিছু করুন’। রাজ্যপালের ট্যুইটের পাল্টা বিজেপি মুখপাত্রের মন্তব্যের পরেই বিক্ষোভ। আচমকা রাজভবনের সামনে বিজেপি কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ।