7 Tay Bangla (Seg 1): উত্তরপ্রদেশ নির্বাচনের আগে ৮ ফেব্রুয়ারি লখনউ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন বারাণসীতেও। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তরপ্রদেশ ভোটের আগে ৮ ফেব্রুয়ারি লখনউ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশ ভোটের আগে বারাণসীও যাবেন তৃণমূলনেত্রী। ৮ ফেব্রুয়ারি মমতা-অখিলেশ ভার্চুয়ালি যৌথ সাংবাদিক বৈঠক। উত্তরপ্রদেশে ভোট নিয়ে মমতা-অখিলেশ যৌথ সাংবাদিক বৈঠক। উত্তরপ্রদেশে ভোটের প্রচারে মমতাকে চায় সমাজবাদী পার্টি। বারাণসীতেও মমতা-অখিলেশ যাদবের ভার্চুয়াল বৈঠক হবে। উত্তরপ্রদেশে ভোটে কোনও প্রার্থী দেবে না তৃণমূল কংগ্রেস। কমিশনের নিষেধাজ্ঞার জন্য ভার্চুয়াল বৈঠক করবেন মমতা-অখিলেশ। লখনউয়ে সমাজবাদী পার্টির দফতর ঘিরে রাখা হয়েছে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির আড়াই হাজার কর্মীর বিরুদ্ধে এফআইআর। প্রধানমন্ত্রীর সভায় চেয়ার ভরছে না, অখিলেশের সভায় ভিড় উপচে পড়ছে। দেশে বিজেপি-বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে তৃণমূলনেত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন অখিলেশের দূত। লখনউয়ে অখিলেশের সঙ্গে ভার্চুয়ালি প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ বিষয় অধীর চৌধুরী বলেন, কিরণময় নন্দ সমাজবাদী পার্টির কোন পদে আছে আমার জানা নেই। অখিলেশ যাদব তাঁদের পার্টির নেতা। অখিলেশ যাদব উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে লড়ছে, এটাই আমি জানি। মোদির বিরুদ্ধে কে মুখ, বিজেপির বিরুদ্ধে কে মুখ সেটা তো অখিলেশ যাদব বলেনি। কিরণময় নন্দের হয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে হয়েছে তাই তিনি বলেছেন।
এ বিষয় সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)বলেন, শীতকালে যদি ঘুরে আসেন তাহলে ভালোই হবে। নবান্নে এখন যাচ্ছেন না। সারাদিন ঘরে বসে আছেন। এক এক সময় বাইরে বেরোলে খারাপ কী।