Tiger News Update: ঘাঁটি গেড়েছে বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলেই, ফাঁদে পা দিচ্ছে না বাঘ | ABP ANANDA LIVE
ABP Ananda LIVE: ফাঁদে পা দিচ্ছে না বাঘ। ঘাঁটি গেড়েছে বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলেই। প্রস্তুত ট্র্যাঙ্কুলাইজার টিমও। কিন্তু অপেক্ষাই সার বন দফতরের। বাগে আসছে না বাঘ
আরও খবর..
গোটা কলকাতা সেজে উঠেছে আলোর মালায়। উৎসবের আলো। ঝলমল করছে পার্ক স্ট্রিট, বো-ব্যারাক থেকে শুরু করে সেন্ট পলস ক্যাথিড্রাল ও অন্যান্য চার্চগুলিও। কিন্তু এই উৎসবের আলোর মধ্যে, ধর্মতলার ছবিটা একেবারে আলাদা। সেখানেও আলো জ্বলছে বটে, তবে মশাল। দ্রোহের মশাল। আরজি কর কাণ্ডের পরে কেটে গিয়েছে মাসের পর মাস। এখনও অধরা বিচার। আর তারই প্রতিবাদে আজ ধর্মতলায় জমায়েত হয়েছিলেন অভয়া মঞ্চের সদস্যরা ও চিকিৎসকেরা। হাতে হাত দিয়ে প্রত্যেকেই পালন করলেন দ্রোহের বড়দিন। মোমবাতি হাতে মানববন্ধনও করেন তাঁরা। স্লোগানে স্লোগানে ভরে ওঠা ধর্মতলা যেন অন্য এক বড়দিনের কথা বলে। ঢিল ছোড়া দূরত্বে থাকা পার্ক স্ট্রিট আর ধর্মতলার ছবিটার মধ্যে যেন এদিন কোনও মিলই নেই। মানুষ যখন উৎসবে সামিল হতে পার্ক স্ট্রিটে যাচ্ছেন, তখন ধর্মতলায় এক অন্য ছবি।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করতে রেড কর্নার নোটিস জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করতে পুলিশকে নির্দেশ দিয়েছে ঢাকার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত। এই আবহেই এবার ইউনূস নেতৃত্বাধীন সরকারকে নিশানা করলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় । এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ইউনূস-নেতৃত্বাধীন সরকারের নিযুক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। তাঁর অতীতে যুদ্ধ অপরাধীদের হয়ে মামলা পরিচালনা করার ইতিহাস আছে। তিনি পরিকল্পিতভাবে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা প্রচার করছেন। তিনি দাবি করেছেন, ইন্টারপোল শেখ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছে। এটি একটি চরম মিথ্যা এবং শেখ হাসিনাকে ফিরিয়ে এনে প্রহসনমূলক বিচারপ্রক্রিয়া চালানোর একটি ষড়যন্ত্র। মিডিয়ায় এই মিথ্যাচার ফাঁস হওয়ার পর তিনি তাঁর বক্তব্য পরিবর্তন করলেও, এখন আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।