৭টায় বাংলা (Seg 1): 'চেয়ারে বসেই নিজেদের এক একটা দল বলে ভাবছেন', ভাইরাল কাঁকসার তৃণমূল নেতার ভিডিও | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘যারা নেতা হয়েছেন, তারা কীভাবে নির্বাচিত হয়েছেন, সবাই জানি। কেউ বাইকে, কেউ হেঁটে ঘুরে বেড়াচ্ছে, শুধু কোথা থেকে টাকা আসে। ভোটের পরে চেয়ারে বসেই নিজেদের এক একটা দল বলে ভাবছেন’, কাঁকসায় দলীয় কর্মিসভায় বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতার। বিস্ফোরক পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস। তৃণমূল নেতার মন্তব্যের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। ‘জেলাস্তরের বৈঠকেই বললে পারতেন', প্রতিক্রিয়া নেতৃত্বের। ‘দলীয় বৈঠকে সুখ-দুঃখের কথা বলেছি, কেন ভাইরাল?', ভাইরাল ভিডিও নিয়ে মন্তব্য জেলা পরিষদের সহ সভাধিপতির।
বিধানসভার (Assembly) ভিতরে বসার জায়গা বদল করা হল ৪ বিধায়কের। ৫-এর বদলে ৬৯ নম্বর আসনে বসবেন বিশ্বজিৎ দাস। ৬ নম্বরের জায়গায় ৭০ নম্বর আসনে বসবেন কৃষ্ণ কল্যাণী। ৪৭-এর বদলে ৭১ নম্বর আসনে বসবেন সৌমেন রায়। ৬৩ নম্বরের পরিবর্তে ৭২ নম্বর আসনে বসবেন তন্ময় ঘোষ। তৃণমূল বিধায়কদের আরও কাছে বসার জায়গা পেলেন ৪ বিধায়ক। বিধানসভার ভিতরেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। হত্যা ও আয়কর হানার হুমকির অভিযোগ। ৪ বিধায়ককে হুমকি দেওয়ার অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। ৪ জনকেই নিরাপত্তা দিয়েছে রাজ্য। বিজেপির হয়ে জিতে দলবদল করে তৃণমূলে যোগ দেন ৪ বিধায়ক। কৃষ্ণ কল্যাণী, সৌমেন রায়, বিশ্বজিৎ দাস ও তন্ময় ঘোষ যোগ দেন তৃণমূলে।
লাইভ লোকেশন শেয়ার করার বিতর্কিত নোটিস, বদলি সুপার। বারুইপুর মহকুমা হাসপাতালের (Baruipur Sub Divisional Hospital) সুপার ঈশ্বর চট্টোপাধ্যায়কে বদলি। রামপুরহাট মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার হিসেবে বদলি। ডিউটিতে থাকার সময় চিকিৎসকদের লাইভ লোকেশন শেয়ারের নির্দেশ। লাইভ লোকেশন শেয়ারের নির্দেশের পরেই সমালোচনার ঝড়। এরপরেই স্বাস্থ্য দফতরের (State Health Department) নির্দেশে বিতর্কিত নির্দেশ প্রত্যাহার।