Bengal Tiger:প্রতিদিনই অবস্থান বদলাচ্ছে বাঘিনী যমুনা।ঘাটশিলার দিকে অগ্রসর হয়েও একই এলাকায় ফিরে এসেছে
ABP Ananda Live: প্রতিদিনই অবস্থান বদলাচ্ছে বাঘিনী যমুনা। গতকাল ঘাটশিলার দিকে অগ্রসর হয়েও আবার একই এলাকায় ফিরে এসেছে সে। এই মূহুর্তে বাঘিনীটি রয়েছে বান্দোয়ানের চিরুডি এলাকায়। সেতু পেরিয়ে বাঘিনী ডানদিকে হাঁটতে শুরু করলে বাঁকুড়়ার দিয়ে যাওয়ার সম্ভাবনা। বাঘিনী যদি সোজা সামনের গিকে হাঁটে তাহলে পুরুলিয়ার দিকে যাওয়ার সম্ভাবনা। বাঘিনীকে খুঁজতে হিমশিম খাচ্ছেন বন দফতরের কর্মীরা। এর আগে কাঁকড়াঝোড়ে বাঘ খুঁজতে নামে আধাসেনাও। আতঙ্কে ঘুম উড়েছে জঙ্গলমহলের বাসিন্দাদের।
আর জি কর কাণ্ডে ৪ মাস পার। এখনও অধরা বিচার। ধর্মতলার চিকিৎসকদের অবস্থানের মধ্যেই এবার শ্যামবাজারে গণকনভেনশনের ডাক। আজ সোমবার শ্যামবাজারে গণকনভেনশনের ডাক চিকিৎসক ও নাগরিক সমাজের। দুপুর ৩টেয় শ্যামবাজার বাটার সামনে গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে।
অন্যদিকে, শুধুমাত্র বিপ্লব সিংহ কিংবা সুমন হাজরাকে কোটি কোটি টাকার সরকারি কাজের বরাত পাইয়ে দিয়ে দুর্নীতি করাই নয়, আর জি কর মেডিক্যাল কলেজে হাউস স্টাফের কাজ পাইয়ে দিতে, হাউস স্টাফ ও TMCP নেতা আশিস পাণ্ডেকে সামনে রেখে, মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চূড়ান্ত দুর্নীতি করেছেন। শিক্ষা দূর্নীতির সঙ্গে তুলনীয় সেই প্রতারণার যাবতীয় তথ্য আদালতে জমা দেওয়া চার্জশিটে তুলে ধরেছে CBI।