7 Tay Bangla(Seg-1):'তৃণমূল গণতন্ত্রের ধার ধারে না,যা খুশি করতে পারে,'বার্তা অমিত শাহের|Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘বাংলার সমস্যা সমাধানে ৩৫৬ ধারা বা সিবিআই দাওয়াই নয়। এভাবে সমস্যার সমাধান হবে না দলের নেতৃত্বের একটি অংশ দাবি করে ৩৫৬ ধারাই একমাত্র দাওয়াই। কেউ কেউ সিবিআইকে আরও সক্রিয় করে তোলার আর্জি জানান। ‘৩৫৬ বা সিবিআই দাওয়াই নয়। একটা সরকার কিছুদিন হল এত শক্তি নিয়ে ক্ষমতায় এসেছে। তার সঙ্গে যা খুশি করা যায় না। ‘তৃণমূল গণতন্ত্রের ধার ধারে না, যা খুশি করতে পারে, আমরা পারি না। ‘সিবিআই কী করবে ? তৃণমূল নেতাদের ধরবে, মারবে, জেলে পুরবে এটা তো নয়। ‘সিবিআই তদন্ত করবে। এখনও পর্যন্ত ২৭২টি কেস সিবিআই দেখছে। রাজনৈতিকভাবে লড়াই করতে হবে, নিজেদেরই করতে হবে। বিরোধী দলে থাকলে এসব হয়।' নিউটাউনে দলীয় নেতা-কর্মীদের বার্তা অমিত শাহের
‘আমাদের সংস্কৃতি চিরন্তন।গোটা বিশ্ব আমাদের সংস্কৃতির প্রশংসা করে। দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি গোটা দেশের গর্বের বিষয় দুর্গাপুজো নারীশক্তির পুজো, নারীদের প্রতি সম্মান’। ভিক্টোরিয়ার মেমোরিয়ালের অনুষ্ঠানে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।