Tmc News: তৃণমূলের শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তার পরেও বেলাগাম হুমায়ুন কবীর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কর্মসমিতির বৈঠকে দলের অন্দরে রদবদল ঘটেছে। দলের প্রবীণ নেতাদের গুরুত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে ফের গর্জে উঠলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মমতা যাঁদের ঘনিষ্ঠ বলে ভাবছেন, তাঁরা ক'জন তাঁর ভাল চান, তা নিয়ে সন্দেহ রয়েছে বলে মন্তব্য করলেন হুমায়ুন। ফিরহাদের উপর ভরসা করা নিয়ে প্রশ্ন তুলেছেন যেমন, তেমনই আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরলেন হুমায়ুন। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও বিঁধলেন তিনি।
আরও খবর..
ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারি ঘিরে উত্তাল বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বিক্ষোভ দেখাবে বলে দাবি জানিয়েছে বিজেপি। হিন্দু সন্ন্যাসীর মুক্তি ও বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে, ভারত সরকারের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে বঙ্গবিজেপি। এবার শাসকদলের হয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। হাসিনার সরকার ধর্ম নিরপেক্ষতার পথে উন্নতি করেছিল।' পাকিস্তানের মতো অন্ধকারে চলে পারে বাংলাদেশ, আশঙ্কা ফিরহাদের।