7 Tay Bangla (Seg 1): নেতাজির ট্যাবলো কেন বাতিল করেছেন তা আমাদের জানানো হয়নি, কেন্দ্রকে নিশানা মমতার । Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনাম না করে কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, প্রজাতন্ত্র দিবসে একটা নেতাজির ট্যাবলো থাকলে কী অসুবিধা হত? নেতাজির ট্যাবলো কেন বাতিল করেছেন তা আমাদের জানানো হয়নি। এতদিন পর কেন নেতাজির স্ট্যাচু তৈরির কথা মনে পড়ল?
"প্ল্যানিং কমিশন নেতাজির মস্তিষ্ক প্রসূত। প্ল্যানিং কমিশন তুলে দেওয়া লজ্জাজনক সিদ্ধান্ত ছিল। আমরা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা ও প্রতিবাদ করি। আমরা বাংলায় প্ল্যানিং কমিশন করব।" নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর।
নেতাজির মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করে ভাটপাড়ায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপির অভিযোগ পবন সিংহকে বাধা দেওয়া হয়, গুলি চালানো হয়। এরপর বিজেপি সাংসদ অর্জুন সিংহ ঘটনাস্থলে এলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তৃণমূলের অভিযোগ পুরসভার তরফে নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তারক্ষীদের নিয়ে চড়াও হন বিজেপির সাংসদ। তৃণমূল কর্মীদের ওপর মারধর করা হয় বলে অভিযোগ।