7 Tay Bangla(Seg-1):‘জরুরি বিভাগে রোগী ভর্তিতে কেন দেরি?’, চিকিৎসককে হুমকি নির্মল মাজির|Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফের বিতর্কে নির্মল মাজি, এমার্জেন্সিতে চিকিৎসককে ‘হুমকি’!‘জরুরি বিভাগে রোগী ভর্তিতে কেন দেরি?’এমার্জেন্সি মেডিক্যাল অফিসারকে নির্মল মাজির ‘ধমক’। রোগীর ভিড়ের মধ্যেই প্রবীণ চিকিৎসককে কুকথা বলার অভিযোগ। কলকাতা মেডিক্যালে এমার্জেন্সি বিভাগে হাজির হয়ে হুমকির অভিযোগ। মুখ্যমন্ত্রীর দফতর-স্বাস্থ্য ভবনে লিখিত অভিযোগ চিকিৎসকের
তৃণমূল বিধায়ক-চিকিৎসক নির্মল মাজির বিরুদ্ধে অভিযোগ।
কলকাতা মেডিক্যালে এমার্জেন্সি বিভাগে হাজির হয়ে হুমকির অভিযোগ। মুখ্যমন্ত্রীর দফতর-স্বাস্থ্য ভবনে লিখিত অভিযোগ চিকিৎসকের তৃণমূল বিধায়ক-চিকিৎসক নির্মল মাজির বিরুদ্ধে অভিযোগ।
‘৬ ঘণ্টা ধরে এমার্জেন্সিতে রেখে দেওয়া হয়েছিল ২জন রোগীকে। এমার্জেন্সিতে ঝিমোচ্ছিলেন চিকিৎসক, বাকিরা অন্য কাজে ব্যস্ত। ভিতরে যারা ছিলেন, তাদের পায়ের পর পা তুলে এমসিকিউ করছিল।' প্রবীণ চিকিৎসকের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি নির্মল মাজির।
আদিবাসীদের উচ্ছেদ করে শিল্প করা যাবে না। স্লোগান তুলে আজ বিজেপির দেউচা পাঁচামি অভিযান। সুকান্ত-শুভেন্দুর নেতৃত্বে রাইপুর বাসস্ট্যান্ড থেকে স্কুল মাঠ পর্যন্ত মিছিল। বিজেপি নেতারা আসার আগেই পাঁচামির মথুরাপাহাড়িতে বীরভূম জমি-জীবন-জীবিকা-প্রকৃতি-বাঁচাও মহাসভার বিক্ষোভ। কয়লাখনির করার বিরুদ্ধে আন্দোলনে রাজনীতি চাই না বলে বিক্ষোভ। শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা, বিজেপির অভিযানকে কটাক্ষ তৃণমূলের।