WB Assembly News: বাংলায় সরস্বতী পুজো প্রসঙ্গে বিজপিকে তোপ মুখ্যমন্ত্রীর | ABP Ananda live

ABP Ananda Live: বাংলায় সরস্বতী পুজো প্রসঙ্গে বিজপিকে তোপ মুখ্যমন্ত্রীর। 'রাজ্যের সমস্ত  জায়গায় সরস্বতী পুজো হয়েছে'। 'যোগেশচন্দ্র কলেজে দুটো পুজো হয়েছে'। 'এত মিথ্যে এত কুৎসা, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর'। 'বিধানসভায় তথ্য দিয়ে প্রমাণ করলাম'।  

‘আমি মুসলিম লিগ করি? আমি জঙ্গি? ভোটের সময় মুসলিম লিগের সাহায্য় নেন আপনারা’, বিধানসভা থেকে শুভেন্দু, BJP-কে তীব্র আক্রমণ মমতার

 

মমতা জানিয়েছেন, তিনি কখনও ধর্ম, জাত, সম্প্রদায়, গোষ্ঠী নিয়ে কথা বলেন না। কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছেন যে তিনিও ব্রাহ্মণ পরিবারের মেয়ে। কিন্তু কাউকে ঘৃণা করতে শেখেননি। নিজের বাবার কথা উল্লেখ করে মমতা বলেন, "আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ৪০-৪২ বছর বয়সে মারা যান। আমরা তখন ছোট। কিন্তু তার মধ্যেই সকলকে ভালবাসার শিক্ষা পেয়েছিলাম। আমাকে ৫০টা গালাগালি দিন, গায়ে লাগবে না। কিন্তু ভাগাভাগির চেষ্টা বরদাস্ত করব না আমি। আমি আত্মসম্মান বিসর্জন দিয়ে রাজনীতি করি না।"

শুভেন্দুর আক্রমণের জবাবে মমতা আরও বলেন, "আমি না কি হিন্দুধর্মকে তাচ্ছিল্য করি, মুসলিম লিগ করি? এ জীবনে আমাকে এসবও শুনতে হবে! জম্মু ও কাশ্মীর, বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে না কি সম্পর্ক আমার। প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেব। পদত্যাগ করব। আমাকে জঙ্গিনেতা বলেছেন। আপনি বিরোধী দলনেতা হিসেবে একথা বলতে পারেন কি না, চিঠি লিখব প্রধানমন্ত্রীকে। এখনও আমরা আছি বলে বাংলা শান্ত আছে। এটা সর্বধর্মের মানুষের দান। আপনারা (বিজেপি) তো সীমান্তে গিয়েছিলেন উস্কানি দিতে? ভুলে গিয়েছিলেন বাংলাটা দেশের মধ্যে পড়ে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola