7 Tay Bangla (Seg 2): 'রাজ্য সরকার আনিস হত্যার বিষয়টি ধামাচাপা দিতে চাইছে', ছাত্রনেতা আনিস খানের মৃত্যু প্রসঙ্গে আব্দুল মান্নান। Bangla News
abp ananda
Updated at:
20 Mar 2022 09:42 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআমতার মৃত ছাত্রনেতা আনিস খানের বাড়িতে আব্দুল মান্নান। রাজ্য সরকার আনিস হত্যার বিষয়টি ধামাচাপা দিতে চাইছে। আনিস মামলায় পুলিশই অভিযুক্ত। পুলিশ দিয়ে নিরপেক্ষ তদন্ত হবে কী করে?অভিযোগ কংগ্রেস নেতা আব্দুল মান্নানের। আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি কংগ্রেসের।
২০২১ সালে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যায় দেশের মধ্যে বাংলা রয়েছে দ্বিতীয় স্থানে।প্রাণঘাতী প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যায় চতুর্থ স্থানে রয়েছে বাংলা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে উঠে এসেছে এই পরিসংখ্যান। চিকিত্সকরা জানাচ্ছেন, এখনই ম্যালেরিয়া নিয়ন্ত্রণেও সঠিক পদক্ষেপ দরকার