Gautam Adani: গৌতম আদানি ও তাঁর ভাইপোর বিরুদ্ধে আমেরিকায় গ্রেফতারি পরোয়ানা জারি
ABP Ananda Live: গৌতম আদানি এবং বাকিদের বিরুদ্ধে অভিযোগ, ভারতের রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির সঙ্গে সৌরবিদ্যুৎ চুক্তির বরাত পেতে ভারতের সরকারি কর্তাদের কোটি কোটি ঘুষের প্রস্তাব দিয়েছিলেন তাঁরা। ঘুষ-কাণ্ডে নাম জড়িয়েছে গৌতমের ভাইপো সাগর আদানিরও। বাকি ছয় অভিযুক্তের মধ্যে রয়েছেন ‘আদানি গ্রিন এনার্জি লিমিটেড’-এর CEO বিনীত জৈন, রঞ্জিত গুপ্ত, রূপেশ আগরওয়াল, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাগরিক সিরিল ক্যাবানেস, সৌরভ আগরওয়াল এবং দীপক মালহোত্রা। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে আদানি গোষ্ঠী।
'আদানিকে আজই গ্রেফতার করতে হবে' । সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধেও তদন্ত করতে হবে' প্রধানমন্ত্রী আদানিকে সুরক্ষা দিচ্ছেন' । সামান্য অপরাধ করলেও জেলে যেতে হয়' , 'কিন্তু আদানি এত বড় অপরাধ করলেও তাঁকে সুরক্ষা দেন প্রধানমন্ত্রী', অধিবেশন বসলেই সংসদে বিষয়টি উত্থাপন করা হবে', মার্কিন এজেন্সি বলছে, ভারতে আদানি ঘুষ দিতে চেয়েছেন', '২ হাজার কোটির কেলেঙ্কারি করেছেন আদানি', কিন্তু তারপরেও আদানিকে গ্রেফতার করা হবে না', কারণ প্রধানমন্ত্রী নিজে আদানি দ্বারা নিয়ন্ত্রিত হন', আদানিকে আগে গ্রেফতার করা হোক, কাউকে যেন ছাড় না দেওয়া হয়', 'আদানি ভরতে রোজ দুর্নীতি করছেন, মার্কিন এজেন্সি FBI বলেছে' । আদানি গোটা দেশটা হাইজ্যাক করেছেন', আদানিকে গ্রেফতার করার ক্ষমতা নেই প্রধানমন্ত্রীর', মোদি এবং আদানি, দুজনেই দুর্নীতিগ্রস্ত' 'বিজেপি দলটিই আদানির টাকায় চলে', সেবি প্রধান মাধবী বুচ আদানিকে রক্ষা করছেন', 'গোটা বিষয়টির নেপথ্যে রাজনৈতিক-অর্থনৈতিক-আমলাতান্ত্রিক দুর্নীতি', মন্তব্য রাহুল গাঁধীর।