৭টায় বাংলা (Seg 2): বারুইপুর হাসপাতালে নির্দেশিকা-বিতর্ক, ডেঙ্গি নিয়ে তৎপর রাজ্য নগরোন্নয়ন সংস্থা | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবারুইপুর মহকুমা হাসপাতালে সুপারের নির্দেশিকাকে ঘিরে বিতর্ক। ‘হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার করতে হবে চিকিৎসকদের। আউটডোর, ওটি, জরুরি বা অন্য বিভাগে গেলে পাঠাতে হবে লোকেশন। ৩ স্বাস্থ্য আধিকারিকের ফোন নম্বরে পাঠাতে হবে লাইভ লোকেশন।’ বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের নির্দেশ ঘিরে বিতর্ক। নির্দেশিকা চূড়ান্ত অসম্মানজনক বলে সরব বিভিন্ন চিকিত্সক সংগঠন। ‘স্বাস্থ্য ভবন এমন কোনও নির্দেশ দেয়নি, সুপারের ব্যক্তিগত সিদ্ধান্ত, হাসপাতালের সুপারকে তলব করে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে', বারুইপুর হাসপাতাল-বিতর্কে জানিয়ে দিলেন স্বাস্থ্য অধিকর্তা।
জুনের মধ্যে কাজ শেষ হতে পারে টালা ব্রিজের (Tala Bridge)। রেলের সেতুর (Rail Bridge) কাজও অনেকটা এগিয়েছে। ২০২০ সালের জানুয়ারি থেকে শুরু হয়েছিল ব্রিজ ভাঙার কাজ। দৈর্ঘে ৭০০ মিটার, প্রস্তে ২০ মিটার চওড়া কেবল স্টেড প্রযুক্তিতে তৈরি হচ্ছে টালা ব্রিজ।
ভোটপ্রচারের আগে জনসংযোগ। হিন্দুস্তান পার্কের দোকান থেকে বাবুল সুপ্রিয় (Babul Supriyo) কিনলেন ডজন খানেক পাঞ্জাবি। নিজের হাতে স্টিয়ারিং, সেলফি তুললেন পথ চলতি মানুষের সঙ্গে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর প্রচার প্রস্তুতির ছবি ধরা পড়ল এবিপি আনন্দর ক্যামেরায়।
আজ সল্টলেকের সিটি সেন্টার ওয়ানে বিজেপি বিধায়কদের নিয়ে কাশ্মীর ফাইলস সিনেমা দেখতে গেলেন শুভেন্দু অধিকারী। হলে ঢোকার আগে জয় শ্রীরাম স্লোগান দিলেন বিজেপি বিধায়করা।
উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতিকে ইস্তফার নির্দেশ। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া, মণিপুরের প্রদেশ কংগ্রেস সভাপতিকে ইস্তফার নির্দেশ সনিয়া গাঁধীর (Sonia Gandhi), জানা যাচ্ছে সূত্র মারফত।
ডেঙ্গির ক্ষেত্রে অতি বিপজ্জনক ও বিপজ্জনক পুরসভাগুলির তালিকা প্রকাশ করল রাজ্য নগরোন্নয়ন সংস্থা। তালিকায় ৪৩টি পুরসভাকে চিহ্নিত করা হয়েছে ডেঙ্গির ক্ষেত্রে অতি বিপজ্জনক হিসেবে। ৮৩টি পুরসভা বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছে। তবে কলকাতা পুরসভা ছাড়াই এই তালিকা তৈরি হয়েছে।