7 Tay Bangla: মগরাহাটে প্রকাশ্যে শ্যুটআউট, মৃত্যু ১ জনের।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার মগরাহাটে প্রকাশ্যে শ্যুটআউট, একজনের মৃত্যু। দঃ ২৪ পরগনার মগরাহাটে শ্যুটআউট, গুলিবিদ্ধ আরও ১। সুদের কারবার নিয়ে বচসায় গুলি চলার অভিযোগ।
বহরমপুরে কলেজছাত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনায় পুলিশি জেরার মুখেও নির্লিপ্ত অভিযুক্ত সুশান্ত চৌধুরী। 'প্রশ্ন করলেই উত্তর দিচ্ছে অভিযুক্ত। হামলার পর সুতপা মারা গেছে তো? ধরা পড়ার পরে প্রথম প্রশ্ন সুশান্তর। খুনের পর কোনও অনুতাপ নেই সুশান্তর।
নদিয়ায় বাবা-মা-মেয়েকে নৃশংসভাবে খুন, প্রতিবেশী গ্রেফতার।
প্রশ্ন ১: শুধু কি স্টোন চিপস ফেলা নিয়ে গন্ডগোলের জেরে খুন?
প্রশ্ন ২: কেউ কোনও আওয়াজ পেল না, খুনে কি আরও আততায়ী?
প্রশ্ন ৩: শুধুই কি সামান্য বিবাদের জেরে এমন নৃশংসভাবে গলা কেটে খুন? পলাশিপাড়ায় ৩জনকে নৃশংসভাবে খুনের এখনও রহস্য। ধৃত কৃষ্ণ মণ্ডলের ৮দিনের পুলিশ হেফাজতের নির্দেশ তেহট্ট আদালতের