
Khardah TMC Leader Death: ভর দুপুরে খড়দায় রং খেলার নামে ডেকে টিএমসিপি কর্মীকে হত্যা !
ABP Ananda Live: ভর দুপুরে খড়দায় টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুন! রং খেলার নামে ডেকে খড়দায় প্রকাশ্যে কুপিয়ে খুন ! খড়দায় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠকে কুপিয়ে খুন ! হোলির দিন খড়দায় টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুন ! দোল খেলার সময় সংঘর্ষ, নিহত অমর চৌধুরী। জয়শ্রী কেমিক্যালসের সামনে টিএমসিপি কর্মী খুন ! আর জি কর মেডিক্যালে আনার পরে টিএমসিপি কর্মীর মৃত্যু। বেলঘরিয়ায় শ্যুটআউটের পর এবার খড়দায় খুন ! পুরনো বিবাদের জেরে ডেকে টিএমসিপি কর্মীকে খুন: সূত্র। দুপুর ১: কাউন্সিলর ঘনিষ্ঠ টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুন !
'আগে '২৬-এর বিধানসভা ভোটে জিতে এসে দেখান, তারপর মুসলিম বিধায়কদের ছুড়ে ফেলার কথা বলবেন'
দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় বসন্ত উৎসবে মাতলেন সওকত মোল্লা। দোল খেলার ফাঁকেই তাঁর মুখে শোনা গেল শুভেন্দু অধিকারীকে নিয়ে কটাক্ষ। 'আগে '২৬-এর বিধানসভা ভোটে জিতে এসে দেখান, তারপর মুসলিম বিধায়কদের ছুড়ে ফেলার কথা বলবেন'। শুভেন্দুকে কটাক্ষ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের।