৭টায় বাংলা (Seg 1): রাজ্যে জিনোম সিকোয়েন্সিংয়ে ৭০ শতাংশই Omicron, স্বাস্থ্যমন্ত্রক-ইনসাকগের রিপোর্টে বাড়ল উদ্বেগ | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে জিনোম সিকোয়েন্সিংয়ে ৭০ শতাংশই ওমিক্রন। দুই সপ্তাহের নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ে ৭০ শতাংশই ওমিক্রন পাওয়া যাচ্ছে। আক্রান্তদের বাকি নমুনায় মিলল ডেল্টা, ডেল্টা প্লাস। ওমিক্রন উদ্বেগ বাড়িয়ে স্বাস্থ্যমন্ত্রক-ইনসাকগের রিপোর্ট। ওমিক্রনের জন্যই রাজ্যে বেলাগাম করোনা, এমনটাই অনুমান করা হচ্ছে রিপোর্টে।
কোভিড (COVID-19) আবহে জরুরি ছাড়া সব ধরনের অস্ত্রোপচার বন্ধ। জরুরি ছাড়া সব ধরনের অস্ত্রোপচার বন্ধ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Calcutta Medical College and Hospital)। জরুরি ছাড়া সব ধরনের অস্ত্রোপচার বন্ধ ন্যাশনাল মেডিক্যালেও। অনির্দিষ্টকাল বন্ধ থাকবে অস্ত্রোপচার, জানিয়েছে কর্তৃপক্ষ।
যত দিন যাচ্ছে, ততই ছড়াচ্ছে করোনার সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় বাঁকুড়ায় চালু হল সেফ হোম। পুরুলিয়ায় আবার আক্রান্ত হয়েছেন জেলা পরিষদের সভাধিপতি। করোনা থাবা বসিয়েছে মেডিক্যাল কলেজেও। তবে এতকিছুর পরেও ভয়ডরহীন এক শ্রেণির মানুষ।
এদিকে, চার পুরসভার ভোট (Municipal Election) একমাস পিছিয়ে দেওয়ার আবেদন বিজেপির। 'রাজ্যে একদিনে ১৫ হাজারেরও বেশি করোনা (Corona) আক্রান্ত। ২ বছরের বেশি বকেয়া ভোট একমাস পিছোলে ক্ষতি হবে না', রাজ্য নির্বাচন কমিশনকে (West Bengal State Election Commission) চিঠি দিয়ে ভোট পিছোনোর আবেদন। এর আগে ভোট পিছোতে চেয়ে চিঠি দিয়েছিল বামেরা।