Bus Accident: ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য, ফুটপাথে উঠে গেল মিনিবাস!
ABP Ananda LIVE: শহরে ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য । বড়বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড়রেলে ধাক্কা মিনিবাসের । গার্ড রেলে ধাক্কা মেরে ফুটপাথে উঠে গেল মিনিবাস। বারবার দুর্ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ-প্রশাসনের ভূমিকা।
এবার মেখলিগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে বাধা:
এদিকে, মালদার পর কোচবিহার, ফের সীমান্তে উস্কানি বাংলাদেশের। এবার মেখলিগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে বাধা। কাঁটাতার দিতে বাধা BGB ও বাংলাদেশি নাগরিকদের। কাঁটাতারহীন সীমান্ত দিয়ে অবাধে গরু পাচারের অভিযোগ। অবাধে গরু পাচারের সুযোগ করে দিতেই কাঁটাতার দিতে বাঁধার অভিযোগ।
কলকাতায় শীতের আমেজ, আরও বেশ খনিকটা নামল রাতের তাপমাত্রার পারদ:
এদিকে, কলকাতায় শীতের আমেজ। আরও বেশ খনিকটা নামল রাতের তাপমাত্রার পারদ। যদিও পশ্চিমী ঝঞ্ঝার কারণে রবিবার থেকে ফের তাপমাত্রা বেডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজই ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। অবহাওয়া দফতর সূত্রে খবর, এর কারণেই আটকে যেতে পারে উত্তুরে হাওয়া। যার ফলে পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।