৭টায় বাংলা (Seg 1): কল্যাণকে আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপের মুখে ক্ষমা চাইলেন অপরূপা | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহালিশহরের (Halishahar) জগন্নাথ ঘাটে (Jagannath Ghat) বিস্ফোরণ। বোমা ফেটে এক জনের মৃত্যু। বিস্ফোরণের অভিঘাতে ঘটনাস্থলে প্রায় আড়াই ফুট গর্ত। গঙ্গার পাড়ে মজুত বোমা বিস্ফোরণ, এমনটাই অনুমান পুলিশের। ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক টিম।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) আক্রমণ, নেত্রীর কাছে ভর্ত্সিত অপরূপা পোদ্দার, সূত্রের খবর। সংসদীয় দলের ভার্চুয়াল বৈঠকে অপরূপা পোদ্দারকে নেত্রীর ভর্ত্সনা। তৃণমূলনেত্রীর তোপের মুখে ক্ষমা চাইলেন অপরূপা পোদ্দার। প্রকাশ্যে এধরনের বিবৃতি দেওয়া উচিত নয়, অপরূপাকে বললেন মমতা (Mamata Banerjee)। ডায়মন্ড-বিতর্কে কল্যাণকে তোপ আরামবাগের তৃণমূল (TMC) সাংসদের। ‘খবর পেয়েই সুদীপের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেন মমতা’, তখন ফোন ধরেননি অপরূপা পোদ্দার, খবর তৃণমূল সূত্রে।
করোনা চিকিৎসার জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhya Mukherjee) স্থানান্তর করা হয় অ্যাপোলো হাসপাতালে। আইসিইউ অ্যাম্বুল্যান্সে করে গ্রিন করিডোরে তাঁকে অ্যাপোলো হাসপাতালে আনা হয়। ইতিমধ্যেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে। যেহেতু কোভিড সংক্রমিত শিল্পী, ফলে আপাতত আইসোলেশনে রেখেই তাঁর চিকিৎসা হবে। আজ বিকেলে এসএসকেএমে (SSKM) শিল্পীকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকরা জানান, পাঁচ সদস্যের একটি দল ওঁর চিকিৎসা করছে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কোভিড সংক্রমণ হয়েছে। তিনি প্রায় ১৫-২০ বছর আগে থেকেই হার্টের সমস্যার ওষুধ খান।
জলপাইগুড়ির পর এবার কোচবিহার (Cooch Behar)। ফের লোকালয়ে চিতাবাঘের হানা। তাড়া খেয়ে চিতাবাঘটি আশ্রয় নেয় গৃহস্থের শৌচাগারে। ঘণ্টা তিনেকের চেষ্টায় ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয় চিতাবাঘটিকে। জলদাপাড়ায় নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।