Malda News: 'আই ওয়াশ করার জন্য পুলিশ যাকে পারে ধরে আনে', মালদাকাণ্ড নিয়ে বিস্ফোরক দিলীপ
ABP Ananda LIVE : 'নজর এড়াতে পুলিশ এভাবে অনেকেকেই গ্রেফতার করে। পরে তারা বেল পেয়ে যায়। যারা আসল দোষী তারা অধরাই থাকে কারণ তারা দলের সঙ্গে যুক্ত', মালদার ঘটনায় বিঁধলেন দিলীপ ঘোষ। পাল্টা কী বলছেন কুণাল?
আরও খবর, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছিলেন। অভিযোগ সেই কারণেই হুগলি থেকে দার্জিলিংয়ের প্রত্যন্ত এলাকায় বদলি করে দেওয়া হয়েছিল ধনেখালির চাইল্ড ডেভেলপমেন্ট অফিসের গ্রুপ ডি কর্মী সুবীর সাহাকে। আজ বদলির সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা SAT। এই নির্দেশকে নিজেদের সাময়িক জয় বলেই দেখছেন সংগ্রামী যৌথ মঞ্চ।
পশ্চিমবঙ্গ থেকে মাত্র একান্ন কিলোমিটার দূরে, অসমের কোকরাঝাড়ে ঘাঁটি গেড়ে, বড়সড় কোনও ছক কষছিল আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিরা। নদীর চরকে কাজে লাগিয়ে, তৈরি হয়েছিল জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রথম, জঙ্গিদের সেই ঘাঁটির একেবারে ভিতরে পৌঁছল এবিপি আনন্দ। এখনও সেখানে রয়েছে বাঁশের কাঠামো, ত্রিপলের আচ্ছাদন। যেখানে আগ্নেয়াস্ত্র চালানো, IED-র ব্যবহার শেখানো হত বলে গোয়েন্দাদের অনুমান।