৭টায় বাংলা (Seg 1): প্রয়াত লতা মঙ্গেশকর, শিবাজি পার্কে শেষশ্রদ্ধা জানালেন বিশিষ্টজনেরা | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৯২ বছর বয়সে চিরবিদায় সুর-সম্রাজ্ঞীর (Lata Mangeshkar)। শেষশ্রদ্ধা জানাতে শিবাজি পার্কে উপস্থিত বিশিষ্টজনেরা। শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। রয়েছেন রাজ ঠাকরে, শরদ পওয়ার। রয়েছেন সস্ত্রীক সচিন তেন্ডুলকর, শাহরুখ খান। শেষকৃত্যের আগে পালন করা হচ্ছে বিভিন্ন নিয়ম, আচার। সুরের আকাশ থেকে নক্ষত্রপতনে শোকস্তব্ধ ভারতবাসী।
৩৬টিরও বেশি ভাষায় ৩০ হাজারের বেশি গান গেয়েছেন লতা মঙ্গেশকর। রেখে গেলেন তাঁর অনবদ্য সৃষ্টি এবং লক্ষ লক্ষ অনুরাগীকে। অনবদ্য এই শিল্পীকে স্মরণ করে গান গাইলেন অনুপম রায়
চলে গেলেন ভারতরত্ন। "ওঁর কাছ থেকে অনেক অনুপ্রাণিত হয়েছি। আমরা যারা গানবাজনা করার চেষ্টা করি, ওঁর গান থেকেই আমরা শিখি। গান গাওয়ার সময় যে পরিমিতি বোধ, তা লতা মঙ্গেশকরের কাছ থেকে শেখার', স্মৃতিচারণায় সঙ্গীতশিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়।