Narendra Modi: প্রায় ১ দশক পরে নাগপুরে আরএসএসের দফতরে প্রধানমন্ত্রী, যোগ দেবেন সঙ্ঘের অনুষ্ঠানে | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: প্রায় ১ দশক পরে নাগপুরে আরএসএসের দফতরে প্রধানমন্ত্রী । নাগপুরে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি, সঙ্ঘের অনুষ্ঠানে যোগ দেবেন । আরএসএসের স্মৃতি মন্দিরে শ্রদ্ধাজ্ঞাপন  । মোহন ভাগবতের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা 

বিধানসভা নির্বাচনকে (WB Assembly Election 2026) পাখির চোখ করে, একাধিক নতুন কর্মসূচি নিতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস। যার মধ্য়ে রয়েছে 'অঞ্চলে আঁচল', 'তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা'-র মতো কর্মসূচি। 'দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে'- এই প্রচারপত্র প্রতি বুথে বাড়িতে বাড়িতে বিলি করবে তৃণমূল মহিলা কংগ্রেস। 

নতুন কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের: একুশের বিধানসভা ভোটের আগে, লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তৃতীয়বার ক্ষমতায় এসে তা চালু করেন তিনি। পর্যবেক্ষকদের মতে, মহিলাদের হাতে নগদ পৌঁছে দেওয়ার এই প্রকল্প, একের পর এক নির্বাচনে ব্য়াপক ডিভিডেন্ড দিয়েছে তৃণমূলকে। এবার সামনে ২০২৬-এর  বিধানসভা ভোট। সেখানেও কি লক্ষ্মীদের ভরসাতেই ভোটবাক্সে লক্ষ্মীলাভের অঙ্ক কষছে তৃণমূল? প্রশ্নটা উঠছে, কারণ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে, একাধিক নতুন কর্মসূচি নিতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস। যার মধ্য়ে রয়েছে 'অঞ্চলে আঁচল' থেকে 'তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা'-র মতো কর্মসূচি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola