৭টায় বাংলা (Seg 1): করোনা আবহে ২২ জানুয়ারিই ৪ পুরসভার ভোট, নির্বাচন পিছোনোর দাবিতে কাল ফের শুনানি | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনির্ঘণ্ট মেনে ২২ জানুয়ারিই হবে ৪ পুরসভার ভোট, হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। ‘কোভিড পরিস্থিতিতে নতুন গাইডলাইন জারি করা হয়েছে। অনলাইনে প্রচার, জমায়েতে রাশ টানা-সহ একাধিক পদক্ষেপ। তাই ভোট পিছোনোর কোনও পরিকল্পনা নেই', হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন। ভোট পিছোনোর দাবিতে মামলায় হাইকোর্টে কাল ফের শুনানি।
এদিকে, রাজ্যে একদিনে করোনা (Corona) আক্রান্ত কমে ১৯ হাজার ২৮৬। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ১৬জনের মৃত্যু। কলকাতায় (Kolkata) একদিনে ৫ হাজার ৫৫৬জন সংক্রমিত, ৪জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে ৪ হাজার ২৯৭জন সংক্রমিত, ২জনের মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ১ হাজার ২৫৫জন সংক্রমিত, ৩জনের মৃত্যু হয়েছে। পূর্ব বর্ধমানে একদিনে ৬১৬জন করোনা আক্রান্ত, ২জনের মৃত্যু। পশ্চিম বর্ধমানে একদিনে ১ হাজার ৮জন সংক্রমিত, ২জনের মৃত্যু। পাশাপাশি, রাজ্যে গতকালের তুলনায় কমল করোনা টেস্টের সংখ্যাও।