Suvendu Adhikari: 'কেন্দ্রের সঙ্গে রাজ্যের DA-র তফাৎ ৩৫%..' শুভেন্দুর নিশানায় মমতার সরকার
ABP Ananda Live: গতকাল সাসপেন্ড হওয়ার পর সংবাদমাধ্যমে মুখ খোলেন শুভেন্দু। পুলিশি প্রহরায় সরস্বতী পুজো করার প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, "এই সরকার মোল্লাদের সরকার। এই সরকার মুসলমানদর সরকার। এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার। এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দুবিরোধী, মুসলিম লিগ-২-এর সরকার।" সেই নিয়েই শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হয়। পাশাপাশি, মঙ্গলবার বিশেষ উল্লেখ পর্বেও শুভেন্দুকে ধিক্কার জানানো হয়। ফিরহাদ সেখানে বলেন, "গতকাল বিধানসভায় যা ঘটেছে, তা অত্য়ন্ত লজ্জাজনক। আমাদের মাথা হেঁট হয়ে গিয়েছে। বিরোধী নেতার আচরণে সকলে লজ্জিত। ধর্মনিরপেক্ষ দেশে বিধায়ক হিসেবে সকলে সংবিধানের শপথ নিয়েছেন। তার পরও বিরোধী দলনেতা যেভাবে সাম্প্রদায়িক কথা বলছেন, তাতে সংবিধানের অসম্মান হচ্ছে।"
হিন্দুদের ভোটে জিতেছেন, মুসলিমদের ভোটে নয় বলেও গতকাল মন্তব্য করেন শুভেন্দু। সেই নিয়েও তাঁর তীব্র সমালোচনা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভারতের ধর্মনিরপেক্ষতায় আঘাত হানা হচ্ছে, বিরোধী দলনেতা চেয়ারের মর্যাদার অসম্মান করছেন এবং বিধানসভার সংখ্যালঘু সদস্যদের অসম্মান করছেন বলে জানান তিনি।