৭টায় বাংলা (Seg 2): দোমহনিতে বিকানের এক্সপ্রেসে দুর্ঘটনা, লাইনচ্যুত ইঞ্জিনের পরের ১২টি কামরা | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তরবঙ্গে (North Bengal) ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বেলাইন বিকানের এক্সপ্রেস। ময়নাগুড়ির দোমহনিতে উল্টে গেল পটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস (Guwahati-Bikaner Express)। বিকেল ৫ টা নাগাদ বেলাইন হয়ে যায় ১৫৩৬৬ আপ বিকানের এক্সপ্রেস। জানা যাচ্ছে, ইঞ্জিনের পর থেকে কমবেশি ১২টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৭টি কামরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই যে একটি কামরার ওপরে অন্য কামরা উঠে গিয়েছে। রেলের তরফে জানা যাচ্ছে, ইঞ্জিনের পরের ১২টি কামরা লাইনচ্যুত।
এখনও পর্যন্ত জানা যাচ্ছে, ৪০ জনকে ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে। জেলা স্বাস্থ্য আধিকারিক সূত্রে জানা যাচ্ছে, এর মধ্যে ২৪ জনকে নিয়ে যাওয়া হয়েছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে এবং ১৬ জনকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় নিহতদের ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রেলের তরফে। গুরুতর আহতদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা।
মর্মান্তিক এই দুর্ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা গৌতম দেব (Goutam Deb) বলেন, "যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। রাজ্য প্রশাসনের আধিকারিকরা এসেছেন। বাইরে থেকেও সাহায্য নেওয়া হয়েছে। গ্যাস কাটার দিয়ে বগি কেটে আহতদের বের করা হচ্ছে। উদ্ধার হওয়া আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে। উদ্ধারকাজ শেষ হতে অনেকটাই সময় লাগবে। কেউ বলছে খুব জোরে ব্রেক করা হয়েছে বলে এই ঘটনা, কেউ বলছেন লাইনচ্যুত, উদ্ধারকাজ হচ্ছে। আমাদের মন্ত্রী, বিধায়করা এসেছেন।"