৭টায় বাংলা (Seg 2): টিআই প্যারেডে ধৃতদের কাউকে চিনতে পারলেন না আনিস খানের বাবা | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআনিস খানের মৃত্যুতে আজ টিআই প্যারেডে যান তাঁর বাবা। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে টিআই প্যারেড। 'কাউকে চিনতে পারেননি আনিসের বাবা', দাবি আনিসের বাবা সালেম খানের আইনজীবীর। পাশাপাশি, সিটের হাতে আনিসের মোবাইল তুলে দিল পরিবার। উলুবেড়িয়া জেলের ভিতরে মোবাইল হস্তান্তর।
'এখনও আসামীই ধরা পড়ল না। পুলিশ উর্দি পরে যে এসেছিল তাকে ছাড়া আর কাউকে চিনতে পারব না। ওদের দুজনের মধ্যে উনি নেই', জানালেন আনিস খানের বাবা।
এদিকে, আজ আমতায় আনিস খানের (Anish Khan) বাড়িতে এল বামফ্রন্টের প্রতিনিধি দল। আনিসের বাবা বাড়িতে না থাকায় দেড় ঘণ্টা অপেক্ষা করেন তাঁরা। আনিস খানের বাবার সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন। আনিস খানের বাড়িতে যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা।
আনিস-খুনের বিচার চেয়ে বাম ছাত্র-যুবদের আমতা থানা অভিযান ঘিরে ধুন্ধুমার বেঁধে যায়। আহত হন কয়েকজন পুলিশকর্মী। একাধিক বাম ছাত্র সংগঠনের ডাকা ভবানী ভবন অভিযানের আগেই গ্রেফতার করা হয় বিক্ষোভকারীদের। পথে নামেন যাদবপুরের অধ্যাপকরাও।