Abhishek Banerjee: ডায়মন্ড হারবারে অভিষেকের ডক্টর্স মিটের দিনই 'অপরাজিতা বিল' নিয়ে রাস্তায় নামছে তৃণমূল | ABP Ananda LIVE

ABP Ananda live: ডায়মন্ড হারবারে অভিষেকের ডক্টর্স মিটের দিনই 'অপরাজিতা বিল' নিয়ে রাস্তায় নামছে তৃণমূল। ৩০ নভেম্বর মিছিল, ধর্না। রাষ্ট্রপতির কাছে যাবে প্রতিনিধিদল।  অভিষেক-কর্মসূচির দিনই ধর্না

আরও খবর...

মাঝে কেটে গিয়েছে প্রায় আড়াই বছর পর। গরু পাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পর তিহাড়ে কেটে গিয়েছে মাসের পর মাস। কিন্তু অনুব্রতর বিরুদ্ধে কখনও একটিও কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বরবারই অনুব্রতকে নিয়ে নরম সুরই শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমোর গলায়। গরুপাচার মামলায় জামিন পেয়ে, ২৪ সেপ্টেম্বর বীরভূমে ফেরেন অনুব্রত মণ্ডল। তিহাড় থেকে ফেরার পর এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে চলেছেন অনুব্রত মণ্ডল । 

সোমবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে আসছেন অনুব্রত মণ্ডলও । আসছেন বীরভূম থেকে। আগে যেদিন ঘরে ফিরেছিলেন অনুব্রত, সেদিনই বীরভূমে 'দিদির' সঙ্গে দেখা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে কেষ্টর সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা হয়নি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola