৭টায় বাংলা (Seg 2): রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ, গতকালের তুলনায় কমেছে নমুনা পরীক্ষাও | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে একদিনে করোনা (Corona) আক্রান্ত কমে ১৯ হাজার ২৮৬। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ১৬জনের মৃত্যু। কলকাতায় (Kolkata) একদিনে ৫ হাজার ৫৫৬জন সংক্রমিত, ৪জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে ৪ হাজার ২৯৭জন সংক্রমিত, ২জনের মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ১ হাজার ২৫৫জন সংক্রমিত, ৩জনের মৃত্যু হয়েছে। পূর্ব বর্ধমানে একদিনে ৬১৬জন করোনা আক্রান্ত, ২জনের মৃত্যু। পশ্চিম বর্ধমানে একদিনে ১ হাজার ৮জন সংক্রমিত, ২জনের মৃত্যু। পাশাপাশি, রাজ্যে গতকালের তুলনায় কমল করোনা টেস্টের সংখ্যাও।
এদিকে, বেলাগাম করোনা, ডিএমদের (DM) সঙ্গে মুখ্যসচিবের (Chief Secretary) বৈঠক। করোনা পরিস্থিতি থেকে ভ্যাকসিনেশন পরিস্থিতি নিয়ে আলোচনা। টেলিমেডিসিন নিয়েও জেলা শাসকদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক।
দেশে একদিনে করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষের দোরগোড়ায়। পরিস্থিতি পর্যালোচনায় ৫ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ, গোয়া সহ ৫ রাজ্যের সঙ্গে বৈঠক। বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। প্রত্যেক রাজ্যকে অক্সিজেন প্ল্যান্ট প্রস্তুত রাখতে নির্দেশ। জোর দিতে হবে ভ্যাকসিনেশনে, নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর।
গঙ্গাসাগর মেলার জন্য বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। ১২ থেকে ১৭ জানুয়ারির মধ্যে চলবে ১২টি গ্যালপিং স্পেশাল ট্রেন। মেলা স্পেশাল ট্রেন থামবে ৬ স্টেশনে। বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দাপুর, কাকদ্বীপে থামবে ট্রেন।