৭টায় বাংলা (Seg 2): ফের মদন মিত্রের নিশানায় পার্থ, 'ওইসব লোকের কথা শুনে লাভ নেই', পাল্টা তৃণমূলের মহাসচিব | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজেলায় জেলায় পুরভোটে প্রার্থী তালিকা পাঠানো শুরু বিজেপি। আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই তালিকা পাঠানো হল জেলায়। প্রার্থী তালিকা পাঠানোর পরেই রঘুনাথগঞ্জে (Raghunathganj) দলের একাংশের বিক্ষোভ। পার্টি অফিসে বিক্ষোভ দেখানো হয়। দলীয় কার্যালয়ের বাইরেও শুরু হয় হাতাহাতি।
প্রার্থী ঘোষণার আগেই মাথাভাঙায় বিজেপির হয়ে মনোনয়ন। আগেভাগেই মাথাভাঙায় বিজেপির হয়ে ৫প্রার্থীর মনোনয়ন। সন্ত্রাসের আশঙ্কায় আগেভাগে মনোনয়ন বলে দাবি প্রার্থীদের।
প্রার্থী তালিকা নিয়ে বিতর্কে এবার মদনের (Madan Mitra) নিশানায় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ‘সুব্রত বক্সী (Subrata Bakshi) পার্টিটা করেন ৩৬৫দিন, পার্থ সবাইকে চেনে বলে মনে হয় না। দিদি দায়িত্ব দিয়েছেন, কিন্তু পার্থ দলের সবাইকে চেনে বলে মনে হয় না।" এই কটাক্ষের পাল্টা পার্থ চট্টোপাধ্যায় বলেন, "ওইসব লোকের কথা শুনে লাভ নেই, ছেলের বউ যাতে জেতে দেখতে হবে"।
‘দলে কিছু নৈবেদ্যর নাড়ু আছে। যতদিন মমতা অভিষেক দলকে নিয়ন্ত্রণ করেছিল সব ঠিক ছিল। এখন নাটের গুরুরা পিনবাজি করছে', প্রার্থী ক্ষোভ নিয়ে বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
এদিকে, দঃ ২৪ পরগনার যুব তৃণমূল নেতা জাহাঙ্গির খানের সুরক্ষা প্রত্যাহার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুগামী জাহাঙ্গির খান। জাহাঙ্গিরের ওয়াই ক্যাটিগরির সুরক্ষা তুলে নিল রাজ্য সরকার। ফলতা যুব তৃণমূল সভাপতি, বজবজ তৃণমূলের পর্যবেক্ষক জাহাঙ্গির (Jahangir Khan)। ডায়মন্ড হারবারের যুব তৃণমূল নেতা জাহাঙ্গিরের সুরক্ষা প্রত্যাহার। ‘দল ভাল বুঝেছিল বলে সুরক্ষা দিয়েছিল, আরও ভাল বুঝেছে বলেই তুলেছে’, ওয়াই ক্যাটিগরির সুরক্ষা প্রত্যাহার নিয়ে মন্তব্য জাহাঙ্গির খানের।
তিনি গত দুটি বোর্ডের মেয়র। পাঁচবার কাউন্সিলর হয়েছেন। চন্দননগর পুরভোটে তৃণমূল প্রার্থী রাম চক্রবর্তীর (Ram Chakraborty) বায়োডেটা এমনই। ষষ্ঠবার চন্দননগর পুরসভায় যেতে কাজের কথাই তুলে ধরছেন হেভিওয়েট প্রার্থী।