Robbery News: কড়েয়ায় বাইকে চেপে দুষ্কৃতী হানা, প্রায় ১২ লক্ষ টাকা ছিনতাই

ABP Ananda Live: ভরদুপুরে কড়েয়ায় বাইকে চেপে দুষ্কৃতী হানা। নিরাপত্তা এজেন্সির কাছ থেকে প্রায় ১২ লক্ষ টাকা ছিনতাই। শোরুম থেকে কালেকশন এর ব্যাগ নিয়ে বেরোতেই চড়াও। নিরাপত্তা এজেন্সির কাছ থেকে ব্যাগ নিয়ে চম্পট। কড়েয়া থানার পুলিশের কাছে ছিনতাইয়ের অভিযোগ দায়ের। 

 

দিল্লিতে ডেকে পাঠানো হল বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে:

এদিকে, সীমান্তে উস্কানি, এবার পাল্টা চাপ ভারতেরও। রবিবার, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছিল ইউনূস সরকার। সোমবার, পাল্টা, দিল্লিতে ডেকে পাঠানো হয় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে। কড়া বার্তা দিয়ে বলা হয়, বর্ডারে সমস্তরকম অপরাধমূলক কাজের মোকাবিলায় বাংলাদেশ সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে বলে ভারত আশাবাদী।

অনুব্রতর অনুগামী হওয়ায় মেরে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল নানুরে

এদিকে, নতুন বছর এলেও বীরভূমে কমেনি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের অনুগামীদের মধ্য়ে দ্বন্দ্ব। এবার অনুব্রতর অনুগামী হওয়ায় মেরে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল নানুরে। অভিযোগ অস্বীকার করেছেন কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূলের সভাপতি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola